মাথায় হাত! পেনশন নিয়ে বিরাট ঘোষণা, লোকসান হবে সরকারি কর্মীদের?

বাংলা হান্ট ডেস্কঃ একেই বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো প্রস্তাব আনা হয়নি। উল্টে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মুখের হাসি কেড়ে নিল সরকার। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মীরা। পুরনো পেনশন স্কিম (Pension Scheme) চালু করার দাবিতে সরব তারা। গত সপ্তাহেই তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। সেই অধিবেশনের আগে আরও জোরদার দাবি জানান কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত আপডেট (Pension)

সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম কী ফিরিয়ে আনা হবে? এই নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ‘বর্তমানে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার বিষয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।’ তিনি বলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।

   

চলতি বছরের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, নতুন পেনশন স্কিমে কী কী পরিবর্তন আনা যায় সেই নিয়ে কমিটি গঠন করে আলোচনা চলছে। জানিয়ে রাখি, ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের ১৪ শতাংশ টাকা পেনশন খাতে জমা করতে হবে কর্মীদের। এর আগে অবশ্য এই নিয়ম একটু আলাদা ছিল। এর আগে মূল বেতনের ১০ শতাংশ জমা করতে হত কর্মীদের।

ওল্ড পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা প্ৰতি মাসে তাদের শেষ বেতনের ৫০ শতাংশ পান। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তা বৃদ্ধি পায়। তবে এনপিএস-এ সেই সুবিধা নেই। নয়া পেনশন স্কিম নির্ভর করে কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে – এই সমস্ত বিষয়গুলির উপর।

working hours

আরও পড়ুন: আজ আরও বাড়বে বৃষ্টি! সকাল থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস কলকাতা দক্ষিণবঙ্গের ৫ জেলায়

নিউ পেনশন (Pension) প্রকল্পের আওতায় কর্মচারীরা নিজের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন, অবসরের সময় সেটার ৬০% টাকা তোলা যায়। সেক্ষেত্রে কোনো কর দিতে হয় না। বাকি ৪০% অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। তবে সবটাই নির্ভর করে বাজারের উপর। সরকারি কর্মীদের অধিকাংশের মতে পুরনো পেনশন প্রকল্পে কোনও ঝুঁকি নেই। নয়া পেনশন প্রকল্পে ঝুঁকি রয়েছে। আর সেই ঝুঁকি নিতে নারাজ সরকারি কর্মচারীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর