বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, মার্চ মাসেই ফের এক দফায় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা বা ডিএ বাড়তে পারে। আপাতত সেই আশায় সকলে। এরই মাঝে পেনশন (Pension) নিয়ে সুখবর। অবসরপ্রাপ্তদের বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
পেনশন নিয়ে আসছে সুখবর! Pension
বিগত বেশ কিছু বছর ধরে ন্যূনতম পেনশনের দাবিতে সরব হয়েছেন পেনশনারদের একাংশ। এই নিয়ে সরকারের সাথেও দফায় দফায় বৈঠকে করা হয়। তবে তাতে সমাধানসূত্র বেরোয় নি বলে অভিযোগ। এসবের মধ্যেই এবার অবসরপ্রাপ্তদের জন্য আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর।
জানিয়ে রাখি, গত শনিবার পেনশনভোগীদের সংগঠন EPS-95 আন্দোলন কমিটি জানিয়েছে যে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের দাবিগুলির উপর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে পেনশনভোগী সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, দেশের ৭৮ লক্ষ EPS-95 অবসরপ্রাপ্ত পেনশনভোগীর দীর্ঘদিনের দাবির ক্ষেত্রে কেন্দ্র ইতিবাচক অবস্থান নিয়েছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, পেনশন বৃদ্ধি, পেনশনভোগী এবং তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান এবং উচ্চতর পেনশন সহ পেনশনভোগীদের একাধিক দাবির ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী এই সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। সরকারের কাছে মাসিক পেনশন অন্তত ৭,৫০০ টাকা করার পাশাপাশি তাতে মহার্ঘ ভাতা (ডিএ) যুক্ত করা, পেনশনারদের চিকিৎসার খরচও বহন করার দাবি জানানো হয়েছিল।
আরও পড়ুন: আজ ঝেঁপে বৃষ্টি এই দুই জেলায়! ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় ইউটার্ন দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর
কিন্তু সরকারের এই আশ্বাসেও আশার আলো দেখতে পারছেন না বহু প্রবীণ। তাদের একাংশের কথায়, এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএসের আওতায় যারা রয়েছেন, তাদের পেনশন বৃদ্ধি নিয়ে এর আগে আশ্বাস এসেছে। এর আগে এই নিয়ে আশ্বাস দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শ্রমমন্ত্রীও। ১১ বছরে এই সরকার বারবার আশ্বাস দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।