বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতের মূল দল বিশ্রামে রয়েছে এশিয়া কাপে নামার আগে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্তভাবে টি-টোয়েন্টি সিরিজ গুলো জিতেছে ভারতীয় দল। নিজেদের শেষ ৮ টি টি-টোয়েন্টির মধ্যে ৬ টিতে জয় পেয়েছেন রোহিত শর্মারা। এশিয়া কাপের প্রস্তুতি ভালোমতোই সারা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু মাঠে নামার। তবে বাকি ভারতীয় দলের চেয়ে একটু বেশিই বিশ্রাম নিয়ে দলে ফিরবেন বিরাট কোহলি।
বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না। গত ইংল্যান্ড সফরের টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দেখাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপর শোনা গিয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই পুরোপুরি বিশ্রাম জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই জন্য তার সমালোচনা করেছিলেন বেশ কিছু প্রাক্তন ভারতীয় তারকা। কিন্তু এশিয়া কাপে ডাকে তার পাশে দাঁড়ালেন তার দলের অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
বিরাট কোহলির অফফর্ম প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে চাহাল বলেছেন, “যদি এমন কেউ থাকে যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০-এর ওপরে গড় রেখে ব্যাট করেন, দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন এবং সব ফরম্যাট মিলিয়ে তার ৭০টি শতরান থাকে, তাহলে তার সমালোচনা করার আগে দুবার ভাবতে হয়। আসলে বিরাট কোহলি নিজের গুণমান এতটাই উচ্চতায় নিয়ে গিয়েছে যে তার কাছ থেকে শতরান না দেখতে পেলেই সকলে চিন্তিত হয়ে পড়েন তার ৬০-৭০ রানের ইনিংসগুলি কারোর কাছে আর সেই রকম গুরুত্ব পায় না। কিন্তু আপনি এটা খেয়াল করে দেখবেন যে যদি শেষ ওভারে পনেরো-কুড়ি রান বাকি থাকে এবং ব্যাট হাতে বিরাট কোহলি উপস্থিত থাকেন তাহলে কোন নারী তার বিরুদ্ধে বল করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না।”
সেইসঙ্গে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অধিনায়কত্বে নিজের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন চাহাল। তারকা লেগ স্পিনার বলেছেন, “দুজনের অধিনায়ক করতেই আমার ভূমিকাটা এক দুজনেই আমাকে একজন উইকেট টেকার হিসাবে ব্যবহার করেন এবং আমি নিজেও সেটাই পছন্দ করি। এর জন্য আমাকে হয়তো বেশ কিছুটা স্বাধীনতা দেওয়া হয়। তবে রোহিত ভাই মাঝেমধ্যেই আমাকে সিচুয়েশন বুঝিয়ে জিজ্ঞাসা করেন যে এবার তুমি কি করতে চাও। তবে বোলার হিসেবে আমাকে খেয়াল রাখতে হয় আমি কোনও ওভারেই যেন একটু বেশিই হালকা মেজাজে বল না করি।”