ক্রমশ বাড়ছে বিপদ! এই ওষুধের প্রভাবেই মানুষ হয়ে উঠছে Zombie! ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: “Zombie”-এই শব্দটি বর্তমান সময়ে আদৌ আর অপরিচিত নয়। সিনেমা থেকে শুরু করে বিভিন্ন গেম প্রতিটি ক্ষেত্রেই Zombie-র প্রসঙ্গ বারংবার উপস্থাপিত হয়েছে। শুধু তাই নয়, ২০১৬ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা “ট্রেন টু বুসান” নিশ্চয়ই মনে আছে? যেখানে দেখা গিয়েছিল এক ধরণের ভাইরাস আক্রমণ করছে মানুষকে। যার জেরে দলে দলে মানুষ হয়ে যাচ্ছে Zombie।

তবে, এতদিন যাবৎ এই ঘটনা সিনেমার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার বাস্তবেও ঘটল এহেন চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সম্পূর্ণ সত্যি। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। যেগুলি দেখে চমকে উঠছেন সবাই।

মূলত আমেরিকায় (America) একটি নতুন ড্রাগ ব্যবহারের কারণে, মানুষের ত্বকে ক্ষতের সৃষ্টি হচ্ছে এবং তাঁরা রীতিমতো Zombie-র মত আচরণ করছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ড্রাগের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ মারাও যাচ্ছেন। আমেরিকার বহু শহরেই বর্তমানে এই ড্রাগের ব্যবহার বাড়ছে। যার জেরে চিন্তিত সেখানকার সরকার। এমন পরিস্থিতিতে ওই ড্রাগকে “Zombie Drug” হিসেবে বিবেচিত করা হচ্ছে।

https://twitter.com/ronin19217435/status/1627424487074328578?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1627424487074328578%7Ctwgr%5E532f24874828c708e2d5ef0ee205d1cd2decaf17%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Fworld%2Fzombie-drug-xylazine-rotten-skin-symptoms-tranq-dope-american-cities-alert-2023-02-24

কি এই Zombie Drug: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকায় Xylazine নামক একটি ড্রাগের ব্যবহার ক্রমাগত বাড়ছে। সাধারণত এই ওষুধটি পশুদের উপর ব্যবহার করা হয়। যা পশুদের অচেতন করতে সাহায্য করে। কিন্তু আমেরিকার অনেক শহরে যুবক-যুবতীরা এই ওষুধটিকে রীতিমতো ড্রাগ হিসেবে ব্যবহার করছেন এবং এই কারণে তাঁরা একাধিক শারীরিক সমস্যার মধ্যেও ভুগছেন।

এমনকি, যাঁরা এই ওষুধটি মাত্রাতিরিক্ত হারে ব্যবহার করছেন তাঁরা প্রাণও হারাচ্ছেন। এছাড়াও, এই ওষুধ ব্যবহারের কারণে মানুষের ত্বকে ক্ষত সৃষ্টি হচ্ছে এবং তাঁরা Zombie-র মত আচরণ করছেন। জানা গিয়েছে, এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে আক্রান্তদের শরীরে ক্ষত তৈরি হয় এবং সঠিক যত্ন না নিলে ত্বকের কোষ নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় ওই অংশটি কেটে বাদ দিতে হয়। অনেক সময় এই ওষুধের প্রভাবে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে রীতিমতো ভারসাম্য হারিয়ে ফেলেন। যার ফলে সড়ক দুর্ঘটনা বা যৌন নির্যাতনের কবলে পড়ার আশঙ্কাও থাকে। এদিকে, ফেন্টানাইলের সঙ্গে Xylazine মিশিয়ে ট্রাংক ডোপ তৈরি করা হচ্ছে। যেটির মাদক হিসেবে ব্যবহার চলছে। উদ্বেগের বিষয় হল, এই ট্রাংক ডোপ আমেরিকার রাস্তায় সহজেই পাওয়া যায়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X