বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (rahul gandhi) নিয়ে নানা সময় নানান ধরণের ভাইরাল ভিডিও (viral video) স্যোশাল মিডিয়ায় দেখা যায়। এমনকি তাঁর নানান কাজকর্ম, বক্তব্যও মাঝে মধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা দেখে বিরোধীরা তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতেও বাদ রাখে না। তবে এবার তাঁর সভায় লোক ভাড়া করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়, যাকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে।
সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, মসজিদের এক মৌলবি ফতেয়া জারি করে সকল মুসলমানদের রাহুল গান্ধীর সভায় যাওয়ার নির্দেশ দিচ্ছেন। তাদের সমস্ত কাজকর্ম ফেলে রেখে একটি ১৩ ই ফেব্রুয়ারী একটি নির্দিষ্ট স্থানে, অর্থাৎ রাহুল গান্ধীর সভায় যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন।
#TaalThokKe : अब फतवे से जुटेगी राहुल के लिए भीड़?@AmanChopra_ #MasjidKeDarrjeevi pic.twitter.com/yR3V8ba9DK
— Zee News (@ZeeNews) February 19, 2021
ঘটনাটি ঘটেছিল রাজস্থানে। সেখানকার মাকরানার সুন্নি জামে মসজিদের ইমাম মৌলানা সামসুদ্দিন কাদরী, সেখানকার সকল মুসলিমদের উদ্দেশ্যে ফতেয়া জারি করে বলেন, ‘আগামী ১৩ ই ফেব্রুয়ারী তোমরা সকাল ১১ টায় রাজ পাবলিক স্কুলের ওখানে রাহুল গান্ধীর সভায় পৌঁছে যাবে। সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগেই সকলকে সেই সভায় যোগদান করতে হবে’।
#TaalThokKe : किसान सभा के लिए मस्जिदों से फतवा ?@AmanChopra_ #MasjidKeDarrjeevi pic.twitter.com/eCKNnv0kDa
— Zee News (@ZeeNews) February 19, 2021
এর পাশাপাশি তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সেখানকার মানুষের মনে বিষ ছড়ানোরও প্রচেষ্টা করে। তিনি বলেন, ‘কেন্দ্রে যে বিজেপি সরকার শাসন করছে, তারা মুসলমানদের সমস্ত কাজকর্মের উপর নজর রাখছে। মুসলমানরা কি খাচ্ছে, কি করছে- সব বিষয়ের উপরই তারা কড়া নজর রাখছেন’।