বাংলাহান্ট ডেস্কঃ আজ বুদ্ধপূর্ণিমা (Buddhapurnima)। করোনা ভাইরাসের (COVID-19) জেরে লকডাউন জারী রয়েছে দেশের সর্বত্র। এই মহামারির মধ্যে বেশিরভাগ মানুষ হয়ত ভুলেই গিয়েছেন আজকের এই বিশেষ দিনটির কথা। নিজেদের জীবন বাঁচানোর জন্যে আজ গৃহবন্দি মানুষ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব তাই আজ অনাড়ম্বর এবং জাকজমকবিহীন। একপ্রকার নিঃশব্দেই পালিত হচ্ছে আজকের এই দিনটি।
শাক্য প্রজাতন্ত্রের নির্বাচিত প্রধান ক্ষত্রিয় বংশের শুদ্ধোধন এবং কোলিয় গণের রাজকন্যা মায়াদেবীর পুত্র ছিলেন তিনি। প্রথম জীবনে তাঁর নাম ছিল সিদ্ধার্থ গৌতম। পরবর্তীতে যোগসাধন করার ফলে, তাঁর নাম হয় গৌতম বুদ্ধ। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখি পূর্ণিমার দিন তাঁর জন্ম হয়েছিল। সেই কারণে এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়।
রীতি অনুযায়ী অযোধ্যা পাহাড়ে আজকের দিনে শিকারের উৎসবে মেতে থাকে অধিবাসীরা। বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন সেই অনুষ্ঠান দেখতে। কিন্তু করোনার কারণে আজ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে রয়েছে। তাই বন্ধ এই উৎসবও। এই কঠিন ব্যাধীর রোশে পড়ে আজ বৌদ্ধ ধর্মাম্বলী মানুষেরা গৃহবন্দি অবস্থাতেই পালন করছে বৌদ্ধ জয়ন্তী।
লক্ষ্মীবারে এই পূণ্য তিথি শুরু হচ্ছে সকাল ৭টা ৪৪ থেকে। এবং শেষ হবে বিকেল ৪টে বেজে ১৪ মিনিটে।
বৌদ্ধ ধর্মাম্বলীর দেশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে গত ৪ ই মে থেকে ১১ ই মে পর্যন্ত ভেসাক সপ্তাহ ঘোষণা করে মদের দোকান, ক্যাসিনো এবং মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারী করেছেন। করোনা ভাইরাসের কারণে দেশবাসীকে ঘরে বসেই ৬, ৭ এবং ৮ মে ভেসাক উৎসব পালন করার অনুররোধ করেছেন। এমনকি থাইল্যান্ড বাসিকেও ঘরে বসে এই উৎসব পালন করতে বলা হয়েছে। সেখানে সরকাররে পক্ষ থেকে নাগরিকদের জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা ও বিকাল সাড়ে ৫টায় গৌতম বুদ্ধের উপদেশ বাণী শোনাবার ব্যবস্থাও করা হয়েছে।