বাংলাহান্ট ডেস্কঃ কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে এক গর্ভবতী হাতিকে (elephant) হত্যার ভিডিও ভাইরাল (video viral) হয়েছিল স্যোশাল মিডিয়ায়। গতবছরের এই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল নেটদুনিয়া। সেইসঙ্গে বিভিন্ন মহলও ধিক্কার জানিয়েছিল এই ঘটনার বিরুদ্ধে। তবে সেইসময় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছল স্যোশাল মিডিয়ায়, যা বর্তমান দিনে আবারও ভাইরাল হয়েছে।
স্যোশাল মিডিয়া ব্যবহারকারী আশিস চৌহান নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি আবারও শেয়ার করেন। যেখানে দেখা যায়, নদীর পাড়ে একদল হাতি দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেইসময়ই নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। একটা মানুষকে জলের মধ্যে ভেসে যেতে দেখে তৎক্ষণাৎ এবং হাতি শাবক ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে এবং নদীর স্রোতের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে আসে মানুষটিকে।
Do we deserve these kind hearted animal friends? pic.twitter.com/JKDmwCD9Jf
— Ashish Chauhan (@ashishchauhan) January 17, 2021
স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করার পাশাপাশি তিনি ক্যাপশনে লেখেন, ‘আমরা কি এই ধরণের দয়ালু বন্ধুদের পেতে পারি না?’ নতুন করে আবারও পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যেই 296.5K মানুষ দেখে নিয়েছেন। ভিডিওটিতে লাইক দিয়েছেন 37k মানুষ এবং ভিডিওটি রিট্যুইট হয়েছে 8k বার।
https://twitter.com/ShubhamSMarathe/status/1350785944492912640
এই ভিডিওটি দেখে আবেগান্বিত হয়ে এক ট্যুইটার ইউজার লিখেছেন, ‘সত্যই আশেপাশের বিপজ্জনক বন্ধুদের থেকে এরা অনেক দয়ালু’।
@Rishab5595Verma do we deserve such kindness?
— 🎇प्रखर 🎇 (@AshankyaP) January 17, 2021
অপর এক ট্যুইটার ইউজার লিখেছেন, ‘আমরা কি এই ধরণের দয়া পাওয়ার যোগ্য?’
Absolutely NO Sir. Humans are one of the ruthless, stone hearted,… animals on the planet 🤔
— Raj Reddy (@BLR_Raja) January 17, 2021
রাজ রেড্ডি নামে এক ট্যুইটার ইউজার লিখেছেন, ‘না স্যার, মানুষ খুবই নির্মম এবং পাথর হৃদয়ের, বিশেষত পশু পাখিদের উপর’।
In the name human we are doing inhuman things to animals
— Vijay prakash (@bosso199) January 17, 2021
বিজয় প্রকাশ লিখেছেন, ‘নামে মানুষ হলেও, আমরা পশুদের সঙ্গে অমানুষিক আচরণ করি’।