বাংলাহান্ট ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), এখন এই নামটিই ঘুরছে দেশবাসীর মুখে মুখে। পহেলগাঁওতে ২৬ জন নিরপরাধ মানুষের রক্তের প্রতিশোধ নিতে গত ৭ ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় সেনা। ২৫ মিনিটের অপারেশনে কার্যত ঝড় উঠে যায় পাকিস্তানে। নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে প্রায় ১০০ র বেশি জঙ্গি নিকেশ করে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। আর তারপর থেকে দেশের আমজনতার মধ্যেও হইচই ফেলে দিয়েছে অপারেশন সিঁদুর। সদ্যোজাত কন্যাসন্তানদের নাম ‘সিঁদুর’ রাখার ধুম পড়ে গিয়েছে দেশে।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) থেকে নামকরণের ধুম
পহেলগাঁওতে সিঁদুর দেখে ধর্ম বুঝে স্ত্রীর সামনে গুলি করে মারা হয়েছে স্বামীকে। মুছে দেওয়া সিঁদুরের বদলা নিতেই অপারেশন সিঁদুর (Operation Sindoor)। আর এবার সেই নামেই সন্তানদের নামকরণ করার ধুম উঠল দেশে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সেনা অভিযানের পর শুধুমাত্র উত্তরপ্রদেশের কুশিনগরেই ১৭ জন সদ্যোজাত কন্যাসন্তানদের নাম রাখা হয়েছে সিঁদুর।
কী বলছেন প্রসূতিরা: কুশিনগর মেডিকেল কলেজের অধ্যক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ১০ এবং ১১ ই মে এখানে জন্ম নেওয়া ১৭ জন সদ্যোজাত কন্যাসন্তানদের নাম রাখা হয়েছে সিঁদুর (Operation Sindoor)। কুশিনগরের বাসিন্দা অর্চনা শাহী দুদিন আগেই সন্তানের জন্ম দিয়েছেন। তবে নাম তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বলে জানান। অর্চনার কথায়, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনাকে সম্মান জানাতেই মেয়ের নাম রেখেছেন সিঁদুর। তাঁর কথায়, সিঁদুর এখন আর নিছক কোনো শব্দ নয়। এটা ভারতীয়দের আবেগ হয়ে দাঁড়িয়েছে।
আরো পড়ুন : ‘পাকিস্তানের কাছে পরাজিত ভারত’! সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করতেই গ্রেফতার মিলন শেখ
সেনাকে শ্রদ্ধা জানাতে নামকরণের ধুম: আরেক ব্যক্তির পুত্রবধূও সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সিঁদুর। ব্যক্তির কথায়, এভাবে শুধু এই অভিযানকে (Operation Sindoor) শ্রদ্ধা জানানোই নয়, প্রতি বছর দিনটি উদযাপনও করা হবে।
আরো পড়ুন : হাসিনার বিরুদ্ধে শুরু তদন্ত, বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ! নতুন করে অশান্ত হবে ইউনূসের দেশ?
প্রসঙ্গত, গত ৭ ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। মুরিদকে, বাহাওয়ালপুর, শিয়ালকোটের মতো জায়গায় গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি। তারপরেই পালটা হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের কাছে উচিত জবাব পেয়েই সংঘর্ষ বিরতির আর্জি জানায় তারা।