মানুষ গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, এতে করোনা পালিয়েছেঃ ভাইরাল হল তৃণমূল নেতার অদ্ভুত মন্তব্য

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণের মধ্যে ত্রাণ বিলি করছে বাংলার (West bengal) তৃণমূল (All India Trinamool Congress) নেতৃত্বরা। কিন্তু একি, সামাজিক দূরত্ব, মাস্ক এসব কোথায়? এমনকি সামাজিক দূরত্বের নাম গন্ধও নেই। সকলেই যে যার মত গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সবকিছু দেখেও কোন হেলদোল নেই শাসক দলের নেতার।

করোনা প্রসঙ্গে WHO
রাজ্যে হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বেই বেড়ে চলেছে সংক্রমণের হার। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান টেড্রোস অ্যাডেনহাম গ্যাব্রিজ জানিয়েছেন, মহামারি করোনা ভাইরাস নিয়ে এখনও যদি মানুষ সচেতন না হয়, তাহলে এই মারণ ব্যাধি আরও ভয়ানক হয়ে উঠবে। তখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে যাবে। চিকিৎসকদের পক্ষে সামলানোও অসম্ভব হয়ে পড়বে। এই মহামারিকে নিয়ন্ত্রণে না আনতে পারলে, ভবিষ্যতে প্রভূত বিপদ অপেক্ষা করেছে।

46816128 303

মান্য হল না করোনা সতর্কীকরণ
করোনার আবহেই রবিবার বর্ধমানের পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শিবশংকর ঘোষ করছিলেন ত্রাণ বিলি। কিন্তু সেখানেই দলে দলে মানুষ এসে ভিড় জমাতে থাকে। করোনা সতর্কীকরনের বিধিনিষেধের তোয়াক্কা না করেই, ঘেঁষাঘেঁষি দাঁড়িয়েছিলেন তারা। করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির জন্য যখন সামজিক দূরত্ব, মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করা হয়েছে, তখন সমস্ত নিয়ম বিধি উলঙ্ঘন করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা শিবশংকর ঘোষকে।

তৃণমূল নেতার হাস্যকর মন্তব্য
সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে তিনি এই সংক্রমণের মধ্যেই করলেন আরও এক অবাক করা মন্তব্য। তিনি বললেন, ‘‘দেখুন এখানে মানুষের উৎসাহের কাছে করোনা পরাজিত হয়েছে। মানুষের সংস্পর্শে এলে করোনা হয়, একথা ঠিক। তবে সংস্পর্শে এসে দেখা যাচ্ছে মানুষের ভয়ে করোনা পালিয়ে গিয়েছে। করোনা যাতে আবার ফিরে না আসতে পারে, তার জন্যই সাধারণ মানুষ গা ঘেঁষাঘেঁষি করে আছেন এখানে।’’

hqdefault 14

সমগ্র বিশ্ব যখন করোনা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। যখন সমস্ত রকম নিয়ম বিধি মান্য করার নির্দেশ দেওয়া হচ্ছে, সেখানে কি করে একজন শাসক দলের নেতা হয়ে শিবশংকর ঘোষ এমন মন্তব্য করলেন, তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। এই মন্তব্যের জেরে আবারও হাসির খোরাকে পরিণত হয়েছেন তিনি।

 

Smita Hari

সম্পর্কিত খবর