খড়গপুরের পর এবার বর্ধমানে কুকুরের সঙ্গে নৃশংসতা, সারমেয়কে পিটিয়ে মারল জনতা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় মানুষজন দেখলেই তাঁদের আঁচড়ে কামড়ে মাংস খুবলে নিচ্ছে একটি কুকুর (dog)। বাদ যাচ্ছে না শিশুরাও। একদিনেই ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে প্রায় ৩০ জন। এবার কুকুরটিকেই পিটিয়ে মেরে ফেল এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (purba bardhaman) মন্তেশ্বরের পুটশুড়ি এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকায় পথচলতি মানুষ দেখলেই, তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ছে কুকুরটি। আঁচড়ে কামড়ে মাংস খুবলে নিচ্ছে মানুষজনের। ওই কুকুরের নজর থেকে বাদ যাচ্ছে না শিশুরাও।

মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হতেই, এলাকবাসীরা একত্রে ওই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে দেয়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মুস্তাক আহমেদ শেখ বলেছেন, ‘একটি কুকুর এলাকার মানুষকে কামড়াচ্ছিল দেখে, তাঁরা কুকুরটিকে মেরে ফেলে’।

কুকুরের কামড়ে আহত এক শিশুর মা সুমিত্রা দাস জানিয়েছেন, ‘এদিন সকালে পুটশুড়ি রাস্তায় ছেলে পড়তে যাওয়ার সময়, পাগল কুকুরটা ছেলের কপালের মাংস খুবলে নেয়। তারপর রক্তাক্ত অবস্থাতেই ছেলেকে হাসপাতালে নিয়ে যাই’। অপর এক মহিলা বাসিন্দা সাজিনা মল্লিক জানান, তাঁর মেয়ে পড়তে যাওয়ার সময়, ওই পাগল কুকুরটা তাঁর মেয়েকেও কামড়ে দেয়।

এই ঘটনার বিষয়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. তন্ময় মণ্ডল জানিয়েছেন, ‘এই কুকুরের কামড়ের কারণে প্রায় ৩০ জনের চিকিৎসা করা হয়েছে। তবে তাঁর মধ্যে থেকে ৬ জনকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে’।

সম্পর্কিত খবর

X