বাংলাহান্ট ডেস্ক : আজ মহরম। ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিবছর এই দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করেন। মহরম (Muharram) উপলক্ষে দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বা তাজিয়া বের হয়। কিন্তু ঝাড়খন্ডে মহরমের তাজিয়া শুরু হওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চারজনের মৃত্যু হল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় ১০। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ড (Jharkhand) রাজ্যের বোকারোয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঝাড়খণ্ডের এই অঞ্চলে আজ সকালে মহরমের তাজিয়া শুরু করা হচ্ছিল। সেই সময় ধর্মীয় পতাকা বাঁধা রড লেগে যায় বিদ্যুতের হাই টেনশন তারের সাথে। এই ঘটনায় বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। ১১ হাজার ভোল্টের এই তারের সংস্পর্শে আসায় ঘটে যায় বড় দুর্ঘটনা। এরপর দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। বোকারো জেনারেল হাসপাতালে মৃত্যু হয় চারজনের।
আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন। এছাড়াও জানা গেছে, এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এই ঘটনা নিয়ে বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শিনী অলোক বলেছেন, “শনিবার সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে। লোহার রড দিয়ে বিদ্যুতের তার সরাতে গিয়েছিল। তখনই তড়িদাহতের ঘটনা ঘটে। ১১ হাজার ভোল্টের তারে রড ঠেকতেই এই বিপর্যয় ঘটেছে।”
This is how Tazia of #Muharram procession in #Bokaro district came into contact with 11000 wire and at least four people got died being electrocuted https://t.co/zEKyLelJt4 pic.twitter.com/hmX6AnVoQ6
— Shahnawaz Akhtar شاہنواز اختر शाहनवाज़ अख़्तर (@ScribeShah) July 29, 2023
প্রসঙ্গত, ধর্মীয় শোভাযাত্রায় গত মাসেই ত্রিপুরায় ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো রথের শোভাযাত্রা চলাকালীন সাতজন নিহত হন বৈদ্যুতিক তারের সংস্পর্শে। মৃতদের মধ্যে ছিলেন তিনজন মহিলা ও তিনজন শিশু। ওই ঘটনায় আহত হয়েছিলেন প্রায় ১৬ জন। সেই ঘটনার একমাস যেতে না যেতেই ফের একবার শোভাযাত্রায় বৈদ্যুতিক তারে স্পর্শে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটল।