রাম মন্দির নির্মাণের জন্য এগিয়ে এলেন অযোধ্যার মুসলিম সম্প্রদায়ের মানুষজন, দিলেন চাঁদা

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কাজ তীব্র গতিতে শুরু হয়ে গেছে। ২০২০ সালের ৫ আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের কাজ শুরু করার জন্য অনুষ্ঠিত ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, যারা মন্দিরের জন্য দান করবেন তারা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও লাভ পাবেন।

এখন দেশজুড়ে লোকজন রাম মন্দিরের জন্য উৎসাহের জন্য চাঁদা দিতে শুরু করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে তামিল অভিনেত্রী প্রণিতা সুভাষ , বলিউড অভিনেতা অক্ষয় কুমার রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা দিয়েছেন। হিরে ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলকিয়া অয্যোধ্যায় ভব্য রাম মন্দির নির্মাণের জন্য ১১ কোটি টাকা দান করেছেন। একই সাথে দেশবাসীকে চাঁদা দিতে উৎসাহিত করেছেন।

বিশ্বহিন্দু পরিষদ অনুদান সংগ্রহ করার জন্য মাঠে নেমে পড়েছে। বিশ্বহিন্দু পরিষদ দেশের বিভিন্ন গ্রামে গামে গিয়ে ধন সংগ্রহের জন্য অভিযান শুরু করেছে। রাম মন্দির নির্মাণের জন্য যোগদান দিতে অযোধ্যার মুসলিমরাও দান দিতে শুরু করেছেন। অযোধ্যার বাসিন্দা বাসী হায়দার মন্দির নির্মাণের জন্য ১২ হাজার টাকা দান করেছেন।

IMG 20210118 134832

অযোধ্যার আরেক বাসিন্দা শাহ বানো মন্দির নির্মাণের জন্য ১১ হাজার টাকা দান করেছেন। বাবরি মসজিদের পক্ষধারী ইকবাল আনসারীও মন্দির নির্মাণের জন্য দান করেছেন এবং সকল দেশবাসীকে দান করার জন্য আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে সাম্প্রদায়িক সৌহার্দ বজায় রেখেই চলছে মন্দির নির্মাণের জন্য ধন সংগ্রহের কাজ।

সম্পর্কিত খবর