’১১ দিন উপবাসের পর মানুষ বেঁচে থাকেনা’, মোদীর ব্রত নিয়ে চরম সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতার

বাংলা হান্ট ডেস্ক : রামলালার (Ramlala) প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাতে কোনও ফাঁক না থাকে তার সবরকম চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ১১ দিন উপবাস থাকার কথাও জানানো হয় মন্দির কমিটির তরফ থেকে‌। আর এবার মোদীর উপবাস নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কর্নাটকের কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি (Veerappa Moily)। তার মতে, ১১ দিন উপবাসের পর কেউই সুস্থ থাকতে পারবেনা।

গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীর ১১ দিন উপবাসের প্রসঙ্গ উঠে আসে। সেখানেই কটাক্ষ করে তিনি জানিয়েছেন, ১১ দিন উপবাস করা সম্ভব কী না সেটা নিয়ে এক চিকিৎসকের সাথে কথা বলেছিলেন তিনি। সেই চিকিৎসক নাকি জানিয়েছেন, ১১ দিন উপবাস করে থাকলে সেই ব্যক্তির জীবন সংশয় হতে পারে। আর প্রধানমন্ত্রী তো দিব্যি সুস্থ্য রয়েছেন।

রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যেরকম দেখেছেন তাতে কোনোভাবেই নাকি মনে হয়নি যে তিনি অভুক্ত। আদৌ তিনি কোনও উপবাস করেছেন বলেও মনে করছেননা প্রবীণ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। এবং উপবাস না করেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকলে মন্দির অপবিত্র হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বীরাপ্পা মইলি।

আরও পড়ুন : রামপুরহাট থেকে উদ্ধার ৬৪০০ জিলেটিন স্টিক, বানচাল নাশকতার ছক, শোরগোল বাংলায়

যদিও কংগ্রেস নেতার এই মন্তব্যের সাফ বিরোধীতা করেছে বিজেপি। এইদিন কংগ্রেস নেতার মন্তব্যের সমালোচনা করে মুখ খুলেছেন বিজেপি সাংসদ লাহার সিং সিরোয়া। একই সাথে মইলির নিজেকে আগে পবিত্র করা উচিত বলে জানিয়েছেন তিনি। এসবের পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রামের প্রতি আস্থা রাখলে ভগবান রামই সব অসম্ভবকে সম্ভব করে তুলবেন।

আরও পড়ুন : ভোটের আগেই ফাটল ‘ইন্ডিয়া’ জোটে! মমতা-কেজরির পর বেঁকে বসলেন নীতীশও, গাইলেন মোদীর গুণগান

3l8ln9jg pm modi ram temple pran pratishtha 625x300 22 january 24

পাশাপাশি বিজেপির বক্তব্য, মূলত রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই নাকি প্রধানমন্ত্রীর নামে অপবাদ রটাচ্ছে বিরোধীরা। যদিও কেবল মইলিই নয়, কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও মোদীর বিরোধীতা করেছেন। তার মতে, বর্তমান সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যেখানে ধর্মীয় উৎসব অন্যান্য সবকিছুর উর্ধ্বে। এমনকি রাম মন্দির উদ্বোধনের দিন সরকারি ছুটি ঘোষণা করারও তীব্র সমালোচনা করেছেন তিনি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর