ব‍্যস্ত পুণে মেট্রো স্টেশনে হাইজ‍্যাক! শাহরুখের সামনেই ঘটে গেল হুলুস্থুল কাণ্ড

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুণে মেট্রো স্টেশনে তখন রোজকার ব‍্যস্ততা। অফিস টাইমে মেট্রো ধরতে দম ফেলার ফুরসত নেই আমজনতার। হঠাৎ করেই এক ব‍্যক্তি এসে ঢুকলেন মেট্রো স্টেশনে। পরনে আপাদমস্তক কালো পোশাক, মাথায় কালো ব‍্যান্ডানা, এমনকি চোখও ঢাকা কালো সানগ্লাসে। ব‍্যক্তিকে দেখা মাত্রই মুহূর্তের মধ‍্যে ঘটে গেল অবিশ্বাস‍্য কাণ্ড। অফিসের ব‍্যস্ততা ভুলে স্টেশনে তখন ছুটোছুটি চাঞ্চল‍্য। গোলমাল একটু কমতে দেগা গেল বেশিরভাগ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ওই ব‍্যক্তির সামনে!

কে এই কালো পোশাকের ব‍্যক্তি? কেনই বা তাঁকে দেখে এত উত্তেজনা মানুষের মধ‍্যে? খোলসা করেই বলা যাক। ইনি হলেন বলিউডের কিং শাহরুখ খান (shahrukh khan)। শনিবার পুণের মেট্রো স্টেশনে নিজের আসন্ন একটি ছবির শুটিং সারতে এসেছিলেন। এবার আপনি ভাবুন, ব‍্যস্ত অফিসের সময়ে চোখের সামনে দেখলেন শাহরুখ খান এসে দাঁড়ালেন। কী অবস্থাটাই না হবে! ওখানেও ঠিক একই কাণ্ড হয়েছিল।


অবস্থা দেখে প্রথমটা হকচকিয়ে গিয়েছিলেন কিং খানও। পরে পরিস্থিতি শান্ত করতে তিনি নিজেই উদ‍্যোগ নেন। একটি হাইজ‍্যাকের দৃশ‍্য ওখানে শুটিং হচ্ছিল বলে জানা গিয়েছে। তবে এই গোলমালের মাঝে বন্ধ হয়ে গিয়েছিল শুটিং। উত্তেজনা স্তিমিত হতে ফের শুরু হয় ছবির শুটিং।

দক্ষিণী পরিচালক আটলির প্রথম বলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান, এ খবর বেশ পুরনো। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আটলির ছবিতে প্রথম বারের জন‍্য দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধবেন কিং খান। নয়নতারারও এটাই বলিউডে অভিষেক ছবি। শোনা যাচ্ছে কোনো অ্যাকশন নয়, বরং নেহাতই একটি প্রেমের ছবি হতে চলেছে এটি। শুটিংয়ের ফাঁকে পুণে মেট্রো স্টেশনের কর্মীদের সঙ্গেও দেখা করেন শাহরুখ। তাঁদের একসঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে।

https://www.instagram.com/p/CTbVEPbp2rQ/?utm_medium=copy_link

বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে শাহরুখ ও নয়নতারার জুটি বাঁধার খবর। তবে গুঞ্জন তুঙ্গে উঠলেও এখনো না শাহরুখ টুঁ শব্দ করেছেন না নয়নতারা কোনো মন্তব‍্য করেছেন এই বিষয়ে। অভিনেত্রীর সম্প্রতি একটি ছবি মুক্তি পেয়েছে। অপরদিকে শাহরুখ ব‍্যস্ত পাঠানের শুটিং নিয়ে।

সম্পর্কিত খবর

X