১০০ কোটির বাড়ি তৃণমূল নেতার! দুর্নীতির বিরুদ্ধে সবর হয়ে পদত্যাগ পঞ্চায়েত প্রধান সহ আটজনের

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাও আবার শুভেন্দু অধিকারীর গড়ে! উচ্চতর নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত প্রধান। দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ আট জনের।

তৃণমূলের অঞ্চল সভাপতি মলয় সামন্ত দলের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ারউদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রথমে দলীয় পদ পরিত্যাগ করেন। এরপর শনিবার ইস্তফা দেন কাঁথির দুলালপুর পঞ্চায়েতের প্রধান সুপ্রভা নায়েক, উপপ্রধান রামকৃষ্ণ গিরি সহ দুলালপুর পঞ্চায়েতের সাত জন সদস্য। এই খবর সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য- রাজনীতিতে।

পদত্যাগী তৃণমূল অঞ্চল সভাপতি মলয় সামন্ত অভিযোগ করেছেন, দুর্নীতিতে ডুবে আছেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ আনোয়ারউদ্দিন। শুভেন্দু অধিকারী মন্ত্রী থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ হিসেবে ব্যাপক দুর্নীতি করেছেন শিক্ষক নিয়োগে। শিক্ষক নিয়োগের নামে তিনি কোটি কোটি টাকা তুলেছেন। সেই টাকা দিয়ে মেদিনীপুর জেলায় ১০০ কোটি টাকার বাড়ি করেছেন।

tmc flag

পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, দুর্নীতির পাশাপাশি শেখ আনোয়ারউদ্দিন তাঁদের সাথে অসভ্য ব্যবহারও করেন। এরই সঙ্গে সংখ্যালঘু সেলের জেলা সভাপতিকে বহিষ্কারের দাবি তুলেছেন তাঁরা। একই সাথে এনারা জানিয়েছেন, পদ থেকে পদত্যাগ করলেও দলে তাঁরা থাকবেন। বিজেপি এই বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসক দলকে। বিজেপির অভিযোগ, কোথাও দুর্নীতি করছেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। আবার কোথাও তাঁদের ওপর চাপ সৃষ্টি করে বাধ্য করা হচ্ছে দুর্নীতি করার জন্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর