সব থেকে বেশি দিন বাঁচেন এই দেশগুলির মানুষ! দেখুন, সেই তালিকায় ভারত আছে কীনা

বাংলাহান্ট ডেস্ক : মাইকেল মধুসূদন দত্ত বলে গেছেন, “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে…”, মানুষের জন্ম হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু জানেন কি কোন দেশের মানুষ বেশি দিন বাঁচে? সম্প্রতি এই বিষয়ে একটি তালিকা সামনে এসেছে। সেই তালিকায় পাঁচটি দেশ জায়গা করে নিয়েছে যেখানকার মানুষের গড় আয়ু অনেক বেশি।

অনেকেই হয়তো ঘুরতে গিয়েছেন এই দেশগুলোতে। কিন্তু সেই দেশের নাগরিকদের গড় আয়ু সম্পর্কে হয়ত সঠিক খবর আপনাদের জানা নেই। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করব এমন পাঁচটি দেশ সম্পর্কে যে দেশগুলির মানুষের গড় আয়ু সব থেকে বেশি।

জাপান: জাপানের মানুষদের গড় আয়ু ৮৩ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO জানাচ্ছে ৭৫ বছর বয়স পর্যন্ত জাপানিরা অসুস্থতা বা কোনও রকম শারীরিক সমস্যা ছাড়াই বেঁচে থাকেন।

স্পেন: ইউরোপের এই দেশের মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি। এছাড়াও ভূমধ্যসাগরীয় খাদ্যাভাসের জন্য এখানকার মানুষের গড় আয়ু অনেক।

সিঙ্গাপুর: এই দেশের মানুষের গড় আয়ু ৮৩.১ বছরের বেশি। সিঙ্গাপুরের মানুষেরা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। এছাড়াও এই দেশের উন্নত স্বাস্থ্য পরিকাঠামো এখানকার মানুষদের আয়ু বৃদ্ধির অন্যতম কারণ।

সুইজারল্যান্ড: পৃথিবীর স্বর্গ নামে পরিচিত এই দেশের মানুষের গড় আয়ু চোখে পড়ার মতো। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো ও দূষণ কম থাকায় এখানকার মানুষের গড় আয়ু অনেক বেশি।

happy people

দক্ষিণ কোরিয়া: আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 90 ছুঁতে চলেছে। উন্নত জীবন যাত্রা ও উন্নত স্বাস্থ্য পরিকাঠামো এখানকার মানুষদের বেশি দিন বেঁচে থাকার অন্যতম প্রধান কারণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর