ভারতকে “না পসন্দ”! পর্যটনের জন্যেও রেডি বিকল্প! এবার বাংলাদেশিরা বেড়াতে যাচ্ছেন এই দেশে

বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর থেকেই পাল্টে গিয়েছে ভারত (India) বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক। মহম্মদ ইউনূস (Mohammad Yunus) মসনদে বসতেই শুধু যে ভারতের সঙ্গে মধুর সম্পর্কের ইতি ঘটেছে তাই নয়, এমনকি বেশ কয়েকদিন ধরে ‘বয়কট ইন্ডিয়া’ স্লোগানও তুলেছেন বহু বাংলাদেশি।

ভারতের থেকে মুখ ফেরাচ্ছে বাংলাদেশ (Bangladesh)

এই পরিস্থিতিতেই আবার ভিসা নিয়েও বাড়ছে সমস্যা। ফলে, সব মিলিয়ে ওপার বাংলার মানুষের এপারে আনাগোনা রীতিমত বন্ধ হতে বসেছে। চিকিৎসার প্রয়োজন হোক কিংবা পর্যটন, ভারতের বিকল্প খুঁজতে এবার মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। পর্যটনের ক্ষেত্রে পছন্দের তালিকা থেকে ভারত বাদ পড়তেই বাংলাদেশের মানুষের মধ্যে শ্রীলঙ্কা দর্শনের হিড়িক পড়েছে।

People of Bangladesh visit this country

ইতিমধ্যেই ওপার বাংলার একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের দৌলতে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, ২০২৪ সালেই শ্রীলঙ্কায় (Sri Lanka) বাংলাদেশে পর্যটকের (Tourist) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২২ শতাংশ। হিসাব অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শ্রীলঙ্কায় দ্বিগুনের বেশি বাংলাদেশি পর্যটক বেড়েছে।

আরোও পড়ুন : ফের Lockdown? করোনার থেকেও সাঙ্ঘাতিক HMPV! চিন্তা বাড়াচ্ছে এই ভাইরাসের উপসর্গ

২০২৩ সালে যেখানে ১৭ হাজার ৮৮৬ জন বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছিলেন, ২০২৪ সালে সেখানে ৩৯ হাজার ৫৫৫ জন শ্রীলঙ্কায় গিয়েছেন। অন্যদিকে বলা যায়, এক সময় ভারতে আগত বিদেশী পর্যটকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল ওপার বাংলার মানুষেরাই। বর্তমানে ভারত জরুরি ভিত্তিতে ছাড়া বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় বাধ্য হয়ে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছেন বাংলাদেশিরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর