বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার আশা করলেও তা পূরণ হয়নি। বরং বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে ফের জোড়াফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই যুব নেত্রীকে। সেই সায়ন্তিকাই এবার প্রচারে বেরিয়ে বরানগরবাসীর বিক্ষোভের মুখে পড়লেন!
কাউন্সিলর, বিধায়ক থেকে শুরু করে সাংসদ, এই অঞ্চলের সকল জনপ্রতিনিধিই তৃণমূলের (Trinamool Congress)। তবুও এলাকায় উন্নয়ন থমকে রয়েছে। এদিন তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেতেই সকল অভাব-অভিযোগের কথা শোনান বরানগরবাসী (Baranagar)। প্রখর রোদের মধ্যে দাঁড়িয়েই সবার কথা শোনেন সায়ন্তিকা। ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
সেখানে দেখা যাচ্ছে, মাইক হাতে প্রচারে বেরিয়েছেন সায়ন্তিকা। তৃণমূল প্রার্থীকে দেখে এক আবাসন থেকে অভাব-অভিযোগের কথা বলতে থাকেন এক ব্যক্তি। তাঁকে বলতে শোনা যায়, ‘মানুষের অনেক সমস্যা। কাউন্সিলরকে একটু বলুন লাইটগুলো ঠিক করে দিতে’।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডার কে রেখেছিল? প্রচারে বেরিয়ে জানালেন মমতা! বললেন…
সংশ্লিষ্ট এলাকাবাসীর অভাব-অভিযোগের কথা শুনে পাল্টা পাশে থাকার প্রতিশ্রুতি দেন সায়ন্তিকা। সেই সঙ্গেই কাউন্সিলরকে এই বিষয়ে অবগত করবেন বলেও জানান তিনি। এরপর ফের আরও এক বরানগরনিবাসী সায়ন্তিকার কাছে অভাব-অভিযোগের কথা জানান।
ওই স্থানীয় বাসিন্দা বলেন, ‘ফোনের পর ফোন করে যাই, না রাস্তা পরিষ্কার হয়, না ড্রেন পরিষ্কার হয়, না লাইট জ্বলে। এখানে ২০২০ সালের আগে একটা থাম পুঁতে রেখে গিয়েছে, সেই লাইট আজ অবধি জ্বলে না। এখানে যে কতরকম নোংরামি চলে…সবাই জানে’!
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বরানগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তাপস রায়। লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার সায়ন্তিকাকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। নিজের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী যুব নেত্রী।
মাস খানেক আগে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেছিলেন, ‘এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাই ফ্যাক্টর। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। তাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়’। যে উন্নয়নের ওপর আস্থা রেখে বরানগরে জোড়াফুল ফোটানোর কথা বলেছিলেন, সেই ‘কাঁটা’তেই এবার বিদ্ধ হতে হল তাঁকে। উন্নয়নের অভাব নিয়ে তৃণমূল প্রার্থীর কাছে ক্ষোভ উগড়ে দিলেন বরানগরবাসীরা।