পৌঁছয় না কোনও সরকারি প্রকল্প, এখনো একবেলা ইঁদুর খাওয়া হয় বাংলার এই আদিবাসী গ্রামে

বাংলাহান্ট ডেস্ক : গ্রামের নাম নিশ্চিন্তপুর। কিন্তু সেখানকার অধিবাসীরা মোটেই “নিশ্চিন্তে” নেই। কিছুদিন আগেই ঘটা করে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা। কিন্তু সেই সম্প্রদায়ের অধিকাংশ পরিবার এখনও বসবাস করছে দারিদ্র সীমার নিচে। এমনই এক অভিশপ্ত ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের চোখে। নিশ্চিন্তপুরের অধিবাসীরা এখনো বসবাস করছেন আদিম যুগেই।

নিশ্চিন্তপুর গ্রামে পৌঁছতে দেখা গেল বাঁশ বাগানে মাদূর পেতে কোলে বাচ্চা নিয়ে ঝিমোচ্ছেন সোম কিস্কু। পাশে শুয়ে রয়েছেন ষাটোর্ধ্ব অসুস্থ বাবা মনিলাল বেসরা। তার হাতে ধরে থাকা লাঠি নিয়ে একটি ইঁদুরকে মারার চেষ্টা করছেন তিনি। কিন্তু হঠাৎ ইঁদুর মারার চেষ্টা কেন? তার উত্তর, এই ইঁদুর শিকার করেই দুপুরবেলার খাবারের জোগাড় করবেন তারা। বিশ্ব আদিবাসী দিবসে এমনই এক ছবি দেখা গেলো মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন যদুপুরের নিশ্চিন্তপুর গ্রামে।

আদিবাসী প্রধান নিশ্চিন্তপুর গ্রামে বসবাস করেন ৩৫ টি আদিবাসী পরিবার। রাস্তাঘাট পাকা হয়েছে। ধীরে ধীরে গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ, জল পরিষেবা। গ্রামবাসীদের দাবি “এইটুকুই।” সরকারি যে কোন প্রকল্প এখনো তাদের ঘরে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে সরকার। গ্রামের অধিকাংশ মানুষেরই নেই স্বাস্থ্য সাথী কার্ড।”জয় জোহর” বা “লক্ষ্মীর ভান্ডারের” মতো সরকারি পরিষেবাও তারা পান না। এই বছর বৃষ্টি কম হওয়ায় সঠিকভাবে চাষবাসের কাজও পাচ্ছেন না তারা। এমন অবস্থায় প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন আদিবাসী পরিবার গুলো।

গ্রামের এক প্রান্তে বাঁশ বাগানের মধ্যে ছাউনি দেওয়া ঘরে বসবাস করেন জয়ন্তী টুডু। তিনি জানালেন, “বাড়িতে ছোট গ্যাস সিলিন্ডার রয়েছে। কিন্তু গ্যাসের দাম ১১০০ টাকা। এত টাকা দিয়ে গ্যাস ভরার সামর্থ্য নেই তাদের।” এর সাথে তার বক্তব্য,”এক আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেও আমাদের অবস্থা একই থেকে গেছে। বিশ্ব আদিবাসী দিবস নিয়ে মাতামাতি করলে আমাদের পেট চলবে না।”

এই বিষয়ে মালদহ জেলার জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মহম্মদ রফিকুল হাসান বলেন,”গ্রামে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর