বাংলা হান্ট ডেস্কঃ চীনের কোম্পানি দ্বারা নীলম ঝিলম নদীতে (Neelam River) বাঁধ বানানো হচ্ছে। আর এর বিরুদ্ধে বালোচিস্তানের বাসিন্দারা প্রদর্শন শুরু করেছে। এই বিক্ষোভ প্রদর্শন পাকিস্তানের (Pakistan) কবজায় থাকা কাশ্মীরে সেখানকার বাসিন্দারা করছেন। চীন আর পাকিস্তানের এই প্রোজেক্টের বিরোধিতায় সরব হয়েছে তাঁরা। মুজফরাবাদ শহরে এই প্রোজেক্টের বিরুদ্ধে একটি মশাল র্যালি করা হয়েছে। ওই মিছিলে ‘দরিয়া বাঁচাও, মুজফরাবাদ বাঁচাও” আর ‘নীলম ঝিলম কো বেহনে দো, হামে জিন্দা রেহনে দো” এর স্লোগান ওঠে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাজার হাজার মানুষ পাক অধিকৃত কাশ্মির আর অন্যান্য জায়গা থেকে এসে এই র্যালিতে অংশ নেয়। পাকিস্তান আর চীন আজাদ পট্টন আর কোহালায় জল বিদ্যুত পরিযোজনার নির্মাণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ৭০০.৭ মেগা ওয়াটের আজাদ পট্টন হাইডল পাওয়ার প্রোজেক্ট পরিযোজনা চীন-পাকিস্তান আর্থিক করিডোর (CPEC) এর অংশ। ১.৫৪ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রোজেক্টে চীনের জিয়োঞ্জা গ্রুপ কোম্পানি কাজ করছে।কোহালা জলবিদ্যুত পরিজজনা ঝেলম নদী থেকে ৭ কিমি আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯০ কিমি দূরে হচ্ছে।
২০২৬ এর মধ্যে এই প্রোজেক্ট সম্পূর্ণ হওয়ার কথা। চীনের থ্রি গোরজেস কর্পোরেশন, ইন্টারন্যাশানাল ফাইন্যান্স কর্পোরেশন আর সিল্ক ব্যাঙ্ক ফান্ড এই প্রোজেক্টের সাথে যুক্ত। মুজফরাবাদের বসিন্দারা এই প্রোজেক্ট আটকে যেমন নদী গুলোকে বাঁচানোর চেষ্টা করছে, তেমনই এই প্রোজেক্টের ফলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা জাহির করেছে। চীন-পাকিস্তান আর্থিক করিডোরের নামে দুই দেশই বালোচিস্তান থেকে প্রাকৃতিক ভান্ডার গুলোতে লুটপাট চালাচ্ছে। আর এই কারণে সেখানকার বাসিন্দা এই প্রোজেক্টের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছে।