বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয়তম নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। দীর্ঘ এক দশক ধরে চলে আসছে এই শো। প্রতি সিজনেই নতুন নতুন চমক নিয়ে আসে দিদি নাম্বার ওয়ান নির্মাতারা। কিন্তু একটা বিষয়ই থাকে অপরিবর্তিত। সেটা হল সঞ্চালিকা। সিজনের পর সিজন ধরে রচনা বন্দ্যোপাধ্যায়কেই (Rachana Banerjee) দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসাবে।
নবম সিজন চলছে দিদি নাম্বার ওয়ানের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এমনকি প্রবাসী মানুষজনও আসে এই শোতে প্রতিযোগী হয়ে। মাঝে মাঝে কিছু পর্বে চমক দিতে আসেন বিনোদন জগতের তারকারা। এত বছর ধরে চললেও শোয়ের টিআরপি কমার কোনো লক্ষণই নেই। আর এর অনেকটা কৃতিত্বই যায় রচনার কাছে।
মাঝে দুটো সিজনে অবশ্য রচনাকে দেখা যায়নি। সেই দুই সিজনে দেখা মিলেছিল দেবশ্রী রায় এবং জুন মালিয়াকে। কিন্তু দুই জনপ্রিয় অভিনেত্রীকেই প্রত্যাখ্যান করেছিল দর্শক। একটি করে সিজন সঞ্চালনা করেই বিদায় নিয়েছিলেন দেবশ্রী এবং জুন। কিন্তু হঠাৎ রচনার বদলে তাঁদের নিতে হয়েছিল কেন সঞ্চালিকা হিসাবে?
আসলে এক নাগাড়ে কাজ করতে করতে ক্লান্তিও তো আসে প্রতিটি মানুষের। রচনাও ব্যতিক্রম নন। পরপর সিজন সঞ্চালনা করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠেন তিনিও। তাই পরপর দুবার ছয় মাসের বিরতি নিয়েছিলেন রচনা। আর তখনই তাঁর জায়গা নিতে এসেছিলেন দেবশ্রী এবং জুন। কিন্তু মেনে নেননি দর্শকরা।
রচনার জায়গায় অন্য কেউ নয় কেন? এ বিষয়ে একবার মুখ খুলেছিলেন খোদ দিদি নাম্বার ওয়ান। তাঁর মতে, মানুষ নিজের কষ্টের কথা যাকে শেয়ার করে অভ্যস্ত, তাকেই কোথাও গিয়ে খোঁজেন তারা। রচনা বলেন, তাঁর সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছে মানুষের। তাই তাঁকেই ওই পোডিয়ামে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা।