নরেন্দ্র মোদির বেশে হাতির উপর চেপে বিহারের রাস্তায় লকডাউন পালনের প্রচার করলেন এক ব্যক্তি! চরম ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক :প্রথম থেকেই ভারতে করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবার করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে, লোকেদের লকডাউন এবং সামাজিক দূরত্ব অনুসরণ করার আবেদন করতে হাতির পিঠে চেপে বিহারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে তার হাতির পিঠে চড়ে আসার ব্যাপারটা কিন্তু সবাই অবাক চোখে নিয়েছিলেন কারণ তারা ভাবতেই পারেনি এরকম কিছু হবে। এদিন বিহারের সমতীপুর জেলায় এভাবে হাতির পিঠে চেপে তিনি আসেন। কিন্তু আসলে ব্যাপারটায় অন্য চমক ছিলো।

বিহারের সমষ্টিপুরের করপুরি কলেজের অধ্যাপক ভূপেন্দ্র যাদব করোন ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে নরেন্দ্র মোদীজির পোশাক পরে, তার বেশ ধরে হাতির পিঠে চেপে এলাকা পরিদর্শন করতে আসেন। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার মতো বিষয় নিয়ে তিনি কথা বলেন। আর সামাজিক দূরত্ব এবং লক ডাউন মেনে চলার কথাও তিনি বলেন। এদিন তিনি তার বক্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদীজির সুর করে মানুষকে সচেতন করেন। তাছাড়াও ওই হাতির পিঠে একটি চেয়ার সাজানো ছিল এবং তার উপরে একটি প্যারাসোল রাখা ছিলো ।

আর সেইটা খুবই সুন্দর করে সাজানো ছিলো। হাতির কপালে আকা হয়েছিল ভারতের মানচিত্র। যার পিছনে লেখা ছিল “করোনার ভাইরাস থেকে নিরাপদ থাকুন” । দেশের আপামর জনগণের কথা ভেবেই আবার বাড়ানো হয়েছে লক ডাউন।আর এই বিষয়টি দেখার পর মোদী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটা গ্রহণ করছে। আর ইতিমধ্যেই এই অবাক করা বিষয় সবার নজর কেড়েছে, সমষ্টিপুরের লোকেদের পাশাপাশি সবাই আগ্রহ পেয়েছে।


সম্পর্কিত খবর