বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের আলীগড়ে (Aligarh) লকডাউনের (Lockdown) সময় দোকান আর মার্কেট বন্ধ করতে যাওয়া পুলিশের উপর স্থানীয় মানুষরা হামলা চালায়। এই হামলায় এক পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। শহরের কোতওয়ানি এলাকার ভুজপুরার ঘটনা এটা। জানা যায় যে, সকাল ১০ টার পর পুলিশের টিম মার্কেট বন্ধ করাতে গেছিল, তখনই স্থানীয়রা পুলিশের উপর পাথর ছোঁড়া শুরু করে দেয়।
পাথরের আঘাতে এক পুলিশকর্মী আহত হয়ে পড়েন। স্থানীয়দের পাথর ছোঁড়ার পর পুলিশ কর্মীরাও পাথর ছোঁড়েন। পাথর ছোঁড়ার ঘটনার পর এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে পুলিশের আমলরা পৌঁছেছেন। ভুজপুরা এলাকায় পুলিশ বাহিনী গোটা এলাকায় পেট্রোলিং চালাচ্ছে। কমিশনার অফ পুলিশ জানান, দোকান বন্ধ করতে যাওয়ার সময় সবজি বিক্রেতারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে। পুলিশ ঝামেলা শান্ত করতে গেলে, তাদের উপর পাথর ছোঁড়া হয়।
আলীগড়ের সিটি এসপি অভিষেক কুমার বলেন, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত লকডাউনে মার্কেট খোলার সময়। ১০টার পর দোকান বন্ধ করানোর জন্য পুলিশ যায় সেখানে। তখনই পাঁচ ছয় জন নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দেয়। এদের পুলিশ শান্ত করতে গেলে এরা পুলিশের উপর হামলা করে। তাদের হামলায় এক পুলিশকর্মী আহত হন।
#WATCH Aligarh: A clash broke out between Police & a group of people in the city today. Circle Officer says, "Vegetable sellers were quarreling among themselves when shops were being closed. When Police intervened, people started pelting stones at them." (Note: abusive language) pic.twitter.com/Dw9pTWeScH
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 22, 2020
এরপর স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশের দিকে ইট ছুঁড়তে থাকে। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পুলিশ টিম পাঠানো হয়। পুলিশের টিম দেখে উপদ্রবিরা সেখান থেকে পালায়। উনি জানান, এই মামলার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনার মামলা দায়ের করে অভিযুক্তদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন।