মাইনাস ত্রিশ ডিগ্রিতে বসবাস এই কুকুরের, মেলায় দাম উঠল কয়েক লাখ! যা দিয়ে কেনা যাবে একটা ফ্ল্যাট

বাংলাহান্ট ডেস্ক : মিরাটে অনুষ্ঠিত হচ্ছে কিষান মেলা। মেলায় দশ কোটি মূল্যের একটি মহিষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকলেও একটি কুকুর সবাইকে অবাক করে দিয়েছে। এই মেলায় একাধিক জাতের কুকুর এসে অবাক করেছে সকলকে। তবে একটি কুকুর এদের মধ্য দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। এই কুকুরটিকে যে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে। মিরাটের কৃষি মেলায় কুকুরের প্রদর্শনী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এই ডগ শোতে একটি কুকুরও এসেছিল যেটি মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে অভ্যস্ত। কুকুরের গরমে এতই অ্যালার্জি যে তাকে এসিতেই রাখা হয়েছিল হয় সবসময়।

চৌ মৌ জাতের এই কুকুরের দাম উঠেছে এগারো লাখ টাকা। ক্যাট ওয়াকের আদলে মিরাটে ডগ ওয়াক হয়েছে। কুকুরের এই পদচারণায় একাধিক কুকুর দেখা গেছে। সব কুকুর যখন র‌্যাম্পে নিজ নিজ স্টাইলে হেঁটে যায়, তখন দর্শকদের দৃষ্টি তাদের দিকেই স্থির থাকে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো চৌ মাউ জাতের কুকুর, কারণ সাদা পশমযুক্ত কুকুরটির উচ্চতা খুব বেশি না হলেও তাকে দেখতে খুবই নিষ্পাপ।

লোকজন তাকে দেখে ঘিরে ধরে তার সাথে সেলফি তোলার চেষ্টা করেন। এমনকি অনেকে তাকে আদর করে খাওয়ানোর চেষ্টাও করেছেন। একই সঙ্গে, মীরাটের কিষাণ মেলায় দশ কোটি টাকার মহিষের সঙ্গে সেলফি তোলার উন্মাদনা বাড়ছে। গোলু নামের এই মহিষটির সাথে শিশু থেকে বৃদ্ধ সবাই সেলফি তুলতে উদগ্রীব। এই মহিষটির ওজন 1500 কেজি বলে জানা গেছে।

মহিষের মালিক নরেন্দ্র সিং জানান, এই মহিষের দাম দশ কোটি টাকা। মহিষ পালন ও পরিচর্যায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হয়। এই মহিষ থেকে আয়ও হয় প্রচুর। এই মহিষ প্রতিদিন 25 লিটার দুধ, 15 কেজি ফল, 15 কেজি শস্য এবং 10 কেজি মটর খায়। এ ছাড়া সবুজ পশুখাদ্যও দেওয়া হয়। একে প্রতিদিন সন্ধ্যায় ছয় কিলোমিটার হাঁটার জন্য নিয়ে যেতে হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর