বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক, কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সর্বশাস্ত্রজ্ঞ চাণক্যের (Chanakya) উল্লেখ পাওয়া যায় ইতিহাসের পাতায়। অনেকেই হয়তো জানেন, কূটনীতিতে দক্ষতার জেরে তিনি পরিচিত কৌটিল্য নামেও। তাঁর রচিত চাণক্য নীতি (Sampurna chanakya neeti) গ্রন্থে জীবনের সাফল্য লাভ করার নানান উপায় পাওয়া যায়। বছরের পর বছর ধরে আমাদের জীবনে চাণক্যের উপদেশের প্রাসঙ্গিকতা রয়েছে।
অনেকেরই মতে, যেকোনো সমস্যার সমাধান রয়েছে চাণক্য নীতিতে। চাকরিতে কিভাবে সফলতা পাবেন, কিভাবে সংসারে ফিরে আসবে সুখ, কোন ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত, কারা ভবিষ্যতে সফলতা পাবেন না এই সমস্ত বিষয় জানা যায় চাণক্য নীতি থেকে। আজকের এই প্রতিবেদনেও আমরা তুলে ধরব এমনই একটি বিষয়।
আমাদের অনেকের মনেই মৃত্যু নিয়ে থাকে নানান প্রশ্ন। কথায় কথায় অনেকেই বলে থাকেন, মৃত্যুতেই নাকি সব শেষ। আমাদের উপার্জিত মোটা অংকের টাকা, গচ্ছিত সম্পত্তি কোন কিছুই নাকি মৃত্যুর সময় সঙ্গে করে নিয়ে যেতে পারবো না আমরা। তাহলে মৃত্যুর সময় মানুষ সঙ্গে করে কি নিয়ে যায়? এই প্রশ্ন থাকে প্রায় সকলের মনে। এর উত্তরটা অবশ্য দিয়ে গেছেন চাণক্য।
চাণক্য নীতি মতে, মৃত্যুর সময় সঙ্গে করে একমাত্র নিজের কর্মকেই নিয়ে যান মানুষ। আপনি আপনার জীবনে কেমন কর্ম করবেন সেটাই বিচার পাবে মৃত্যুর সময়। ধরুন আপনি আপনার জীবনে এমন কোন কাজ করেছেন যেটা সমাজের চোখে ভুল। সেই শাস্তিটা কিন্তু আপনাকেই পেতে হবে। আপনার কর্মের ভোগ অন্য কেউ করবে না।
আবার আপনি যদি কোন ভাল কাজ করে থাকেন মৃত্যুর সময় সেটাই সঙ্গে করে নিয়ে যাবেন আপনি। আসলে আমাদের কর্মই আমাদের পরিচয়। যে যেমন কর্ম করবে তার পরিচয় তেমন হবে। ফলও পাবেন তেমনি। চাণক্যমতে, কখনোই এমন কোন কাজ করা উচিত নয় যা সকলের চোখে খারাপ। তাই সর্বদা ভালো কাজ করার চেষ্টা করুন।