সুশান্তর মৃত্যুর বিচার চাই! করণ, আলিয়া, সালমানকে আনফলো করে কোণঠাসা করছে নেটিজেন মহল

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : মানব জাতির কাছে এই ২০২০ সাল অভিশাপ ছাড়া কিছুই নয়। একের পর এক খারাপ খবর যেন এই বছরেই আসবে আগে থেকেই ভগবান ঠিক করে রেখেছে। বিশ্বজুড়ে চলা মহামারী মাঝেই একের পর এক নক্ষত্রের পতন হয়ে চলেছে বলিউডে।

ঋষি কাপুর, ইরফান খানের পর গত রবিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে আত্মঘাতী হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন বর্তমান প্রজন্মের হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত। মাত্র 34 বছর বয়সে সফল হওয়া সত্ত্বেও এমন বড় সিদ্ধান্ত কেন নিতে হলো সুশান্তকে এই প্রশ্ন নিয়ে তোলপাড় গোটা দেশ।

যদিও সুশান্তের মৃত্যুর জন্য বলিউডকে কাঠগড়ায় তুলছে নেটিজেনরা। শোনা যাচ্ছে, শুধুমাত্র বলিউডে সুশান্ত সিং রাজপুতের কোন গডফাদার না থাকার কারণে এবং ছোট শহর থেকে যাওয়ার ফলে তাকে খানিকটা একঘরে করে রেখেছিল বলিউড। যার কারণেই বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন প্রবীণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত।তার পরে গত রবিবার দুপুর বেলায় এই মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ফের উস্কে দিয়েছে স্বজনপোষণ বিতর্ক। একবার সুশান্তর তরফে শোনা গিয়েছিল,” বলিউড নাকি তাকে তাদের পরিবার মনে করে না। “কফি উইথ করন শোতে আলিয়া ভাট ও সোনাম কাপুরকে সুশান্ত কে নিয়ে খিল্লি করতে দেখা গিয়েছিল। সালমান খানের বিরুদ্ধেও উঠে এসেছে একাধিক অভিযোগ।

এবার সুশান্তের মৃত্যুতে শোকাচ্ছন্ন এবং ক্রুদ্ধ নেিজেন মহল আনফলো করছে আলিয়া, সালমান খান, করনকে। ইতিমধ্যেই প্রায় 3 লক্ষ ফলোয়ার কমে গিয়েছে করণ জোহারের। বলিউডে করন জোহর পরিচালিত ছবি বয়কটের ডাকও দিয়েছে নেটিজেন মহল। নেটিজেনদের অভিযোগ,” বলিউডে এখন স্বজনপোষণের পীঠস্থান।স্টার কিডস ছাড়া আর কাউকে এখানে নিজের জায়গা করতে দেওয়া হয় না। ” আর যাতে কোনও সুশান্ত সিং রাজপুত কে শুধুমাত্র স্বজনপোষণ নীতির জন্য এইভাবে হারাতে না হয় সে কারণে ক্ষুব্ধ দর্শকেরা ডাক দিয়েছেন বলিউডের বয়কটের।

X