লোকসভা নির্বাচনের আগেই লাগু হয়ে যাবে CAA! বড় ঘোষণা খোদ অমিত শাহের

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে ৩০০-র বেশি আসন পাবে বিজেপি (Bhartiya Janta Party)। যেখানে NDA পাবে কম করে হলেও ৪০০ আসন। দিন কয়েক আগে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই একই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মুখেও। শাহ তার শাহি আন্দাজে জানিয়েছেন, ‘আমরা জনগণের কাছ থেকে ৩৭০ টি আসনের আশীর্বাদ পাব’।

অমিত শাহের কথায়, ‘আমরা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বেশিরভাগ বিধান বাতিল করেছি, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব, আমরা আত্মবিশ্বাসী যে দেশের জনগণ বিজেপিকে ৩৭০টি আসন এবং এনডিএকে ৪০০টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে।’ উল্লেখ্য, দিনকয়েক আগেই ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত।

পাশাপাশি এইদিনের অনুষ্ঠানে আরএলডি, এসএডি এবং অন্যান্য বেশ কয়েকটি দলের NDA তে যোগদান করার বিষয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, ‘ভারতীয় জনতা পার্টি (BJP) পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে, কিন্তু রাজনীতিতে নয়।’ এসএডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

amit shah16

এইদিন মঞ্চ থেকে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেহরু-গান্ধী পরিবারের উত্তরাধিকারীদের এই ধরনের যাত্রা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই, কারণ ১৯৪৭ সালে দেশ বিভাজনের জন্য দায়ী ছিল এই দল।’ একই সাথে সরকার কর্তৃক পেশ করা শ্বেতপত্র নিয়ে তিনি বলেন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (UPA) কী কী গড়বড় করেছে।

prime minister narendra modi addressed the g20 dig 1692433793101

CAA নিয়ে অমিত শাহ বলেন, নির্বাচনের আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আসবে। এ বিষয়ে নিয়ম জারি করার পর তা কার্যকর করা হবে। একই সাথে তিনি স্পষ্ট করেছেন, CAA কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে। উসকানি দেওয়া হচ্ছে। CAA শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে এখানে এসেছেন। এটা কারো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর