রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ঘিরে আতঙ্ক, জমানো টাকা তুলতে হুড়োহুড়ি ব্যাঙ্কে

বাংলাহান্ট ডেস্কঃ নোট বন্দীর আতঙ্ক যে এখনো মানুষকে তাড়া করে বেরাচ্ছে টা আরো একবার প্রমান হয়ে গেল। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের জারি করে এক নির্দেশ ঘিরেই আতঙ্কিত তামিলনাড়ুর ঠুথুকুড্ডির গ্রামের মানুষেরা। সকাল থেকেই তারা ব্যাঙ্কে ভির করেছে তাদের জমিয়ে রাখা টাকা তোলার জন্য।

এনপিআর-এর চিঠিকে ব্যাঙ্কের কেওয়াইসি-র জন্য বৈধ নথি হিসেবে গণ্য করা হবে রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তেই তৈরী হয়েছে আতঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা দেওয়ার পরেই স্থানীয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা বিজ্ঞপ্তি দিয়ে একই কথা জানায়। এতে আতঙ্কিত কয়ালপট্টিনাম গ্রামের গ্রাহকরা ভিড় করেন ব্যাঙ্কের স্থানীয় শাখায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেবার হিড়িক পড়ে যায়।

money

জানা যাচ্ছে  ৫০ হাজার টাকা পর্যন্ত তুলেছেন বলে সূত্র থেকে জানা যাচ্ছে। উল্লেখ্য কয়ালপট্টিনাম গ্রামের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। তাদের মধ্যে আরো একবার ফিরে এসেছে নোটবন্দীর স্মৃতি। একই সাথে দেশ  ব্যাপী তৈরী হওয়া এন আর সি আতঙ্কও রয়েছে। তাদের অভিযোগ, ব্যাঙ্ককর্মীদের তাঁদের সহযোগিতা করেননি। ব্যঙ্ক এর তরফ থেকে যদিও এই অভি্যোগ অস্বীকার করে বলা হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল।

আসামের এন আর সি এর পরবর্তী পরিস্থিতি দেশ জুড়ে সংখ্যালঘুদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারপর সে এ বি যা বর্ত্মানে সিটিজেনশীপ আমেন্টম্যান্ড অ্যাক্ট-এ মুসলিম দের না থাকা ঘিরেও তাদের মধ্যে তৈরী করেছে আশঙ্কার কালো মেঘ। একই সাথে দেশের বিভিন্ন ব্যঙ্ক-এর দেউলিয়া হয়ে যাওয়া এই পরিস্থিতি আরো জটিল করেছে।

সম্পর্কিত খবর