পাল্টে যাবে উচ্চ মাধ্যমিকের নম্বর সংক্রান্ত নিয়ম! নয়া সিস্টেমের খবর দিলেন সংসদ সভাপতি

বাংলাহান্ট ডেস্ক : এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের মার্কিং পদ্ধতিতে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে জানিয়েছেন এ কথা। বৃহস্পতিবার চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বরের সাথে পার্সেন্টাইল দেওয়া হবে। মোট নম্বরের ওপর পার্সেন্টাইলই শুধু নয়, প্রত্যেকটি বিষয়ের উপরেও দেওয়া হবে পার্সেন্টাইলই।

এই আবহে বোঝা যাবে একজন পরীক্ষার্থী নির্দিষ্ট বিষয়টিতে কোথায় অবস্থান করছেন। সেমেস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বছর থেকেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। এই অবস্থায় যদি পার্সেন্টাইল পদ্ধতি চালু হয়, তাহলে পরীক্ষার্থীরা আন্দাজ করতে পারবেন গোটা রাজ্যে তারা কোন বিষয়ে কোথায় অবস্থান করছেন।

আরোও পড়ুন : বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নিয়মে এবার বড়সড় বদল! ভোগান্তি এড়াতে মাথায় রাখুন কয়েকটি বিষয়

এছাড়াও সংসদ মনে করছে, কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে পড়ুয়াদের সাহায্য করবে পার্সেন্টাইল ব্যবস্থা। এই পার্সেন্টাইল ঠিক কী? ধরা যাক কোনো পরীক্ষার্থী ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ পেয়েছেন এবং তিনি গোটা রাজ্যে প্রথম স্থান দখল করেছেন। সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীর পর্সেন্টাইল হবে ১০০ শতাংশ।

আরোও পড়ুন : ট্রেনযাত্রীদের জন্য এবার বিরাট সুখবর! গরম পড়তেই স্টেশনে স্টেশনে এলাহি ব্যবস্থা রেলের

তার অর্থ হল, ক্রমতালিকায় বাকি পরীক্ষার্থীরা রয়েছেন তার পিছনে। একইভাবে যদি কারোর পার্সেন্টাইল ৯৮ শতাংশ হয়, তাহলে বুঝতে হবে ক্রমতালিকায় তার পেছনে রয়েছেন ৯৮% পরীক্ষার্থী। অনেকটা এমনই হবে বিষয় ভিত্তিক পার্সেন্টাইলেও। ভবিষ্যতে পরীক্ষার্থীদের মার্কশিটে নম্বরের সাথে থাকবে পার্সেন্টাইল।

Big news for higher secondary Examinee

যদি একজন পরীক্ষার্থীর একটি বিষয়ে পার্সেন্টাইল ১০০ থাকে, তাহলে বুঝতে হবে রাজ্যে অন্য কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে তার থেকে বেশি নম্বর পাননি। সেমেস্টার ব্যবস্থায় এই বছর থেকে যারা পড়াশোনা শুরু করবেন তারাই ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক দেবেন। অন্যদিকে প্রত্যেকটি সেমেস্টারে নূন্যতম নম্বর পেলেই পরবর্তী সেমেস্টারে যেতে পারবেন তারা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর