‘পাকিস্তানের কাছে পরাজিত ভারত’! সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করতেই গ্রেফতার মিলন শেখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের (India-Pakistan) বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে রয়েছে চাপা উত্তেজনা। দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হলেও পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে জল্পনা চলছেই। এমতাবস্থায় সামাজিক মাধ্যমে কোনো রকম বিভ্রান্তিকর, ভুয়ো বা উসকানিমূলক পোস্ট করা থেকে বিষয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ধরা পড়লেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এবার একই অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন কাটোয়ার এক যুবক। ভারতের নায়ক বিভ্রান্তিকর, ভুয়ো পোস্ট করায় গ্রেফতার করা হয় তাঁকে।

ভারত পাকিস্তান (India-Pakistan) নিয়ে ভুয়ো পোস্টে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মিলন শেখ। তাঁর বাড়ি দাইহাটের মোকামপাড়ায়। বছর ৩২ এর ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের (India-Pakistan) কাছে পরাজয় স্বীকার করল ভারত’। সঙ্গে আবার যুদ্ধবিধ্বস্ত এলাকার বেশ কিছু আপত্তিজনক এবং বিভ্রান্তিকর ছবিও জুড়ে দেন যুবক।

Person arrested for India-Pakistan fake post

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট: সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই ফুঁসে ওঠেন নেটজনতা। মিলন শেখের বিরুদ্ধে কাটোয়া থানায় দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক মন্তব্য, দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করা, দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।

আরো পড়ুন : নিজেদের সর্বনাশের জন্য পাকিস্তানই দায়ী, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে স্পষ্ট জবাব ভারতীয় সেনার

কী বললেন যুবক: সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে। আদালতে ধৃত মিলন শেখকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে (India-Pakistan) রাখার আবেদন জানানো হয়। নিজের কীর্তি নিয়ে ধৃত মিলন শেখের বক্তব্য, ভুল করে কিছু না বুঝেই পোস্ট করে ফেলেছেন।

আরো পড়ুন : নিজেদের সর্বনাশের জন্য পাকিস্তানই দায়ী, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে স্পষ্ট জবাব ভারতীয় সেনার

অভিযুক্তের বক্তব্য, “আমি জানিই না কী করেছি। স্যার ডাকল, আমি চলে এসেছি। আমি দেশের একটা ছবি দেখেছিলাম। অত বুঝিনি কীসের ছবি, শেয়ার করে ফেলেছিলাম। আমি অত বুঝি না”। প্রসঙ্গত, দুদিন আগে শিয়ালদহ স্টেশনেও ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার অভিযোগে উন্মত্ত জনতার হাতে ধোলাই খান এক ব্যক্তি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X