বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাইবার জালিয়াতির (Cyber Crime) সংখ্যা। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। কারণ, কিছু বুঝে ওঠার আগেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। এদিকে, জালিয়াতির জন্য নিত্যনতুন পন্থা অবলম্বন করছে অপরাধীরা। এমনকি, WhatsApp থেকে শুরু করে YouTube-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতেও এবার প্রচুর পরিমাণে জালিয়াতির ঘটনার সামনে আসছে।
শুরু নতুন সাইবার জালিয়াতি (Cyber Crime):
বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক চাঞ্চল্যকর বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি YouTube-এ ভিডিও লাইক করার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও লাইক করার বিনিময়ে পার্ট টাইম চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আর এইভাবেই হ্যাকাররা তাদের উদ্দেশ্য পূরণ করছে। রিপোর্টে বলা হয়েছে, হ্যাকাররা সহজে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে একজন দোকানদারকে ৫৬ লক্ষ টাকারও বেশি প্রতারণা (Cyber Crime) করেছে।
ঠিক কি ঘটেছে: জানা গিয়েছে যে, প্রথমদিকে ওই দোকানদার YouTube-এ কিছু কাজের জন্য ১২৩ টাকা এবং ৪৯২ টাকার ছোট পেমেন্ট পেয়েছিলেন। এরপর ওই রিটার্নে তাঁকে খুশি করে ওই দোকানদারকে প্রতারণার কবলে ফাঁসানো হয়। তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়েছিল। যেখানে তাঁকে কমিশনের প্রলোভন দেখিয়ে টাকা জমা দিতে বলা হয়। ওই দোকানদার এই প্রতারণা (Cyber Crime) বুঝতে পারেননি এবং ৫৬.৭ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু, এরপরে প্রতারকরা তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ওই দোকানদার বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
আরও পড়ুন: মুম্বাই টেস্টের আগে ভারতের জন্য স্বস্তির খবর! নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড়
জেনে নিন এই ধরণের প্রতারণা এড়াতে ৭ টি টিপস:
১. যেকোনও অনলাইন ক্রিয়াকলাপে অংশ নেওয়ার আগে, ওই কোম্পানি বা ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য থাকা উচিত।
২. অনলাইন অফার এবং ডিসকাউন্ট সম্পর্কে সঠিকভাবে জানুন।
৩. যারা ভিডিওতে লাইক দেওয়ার মতো সাধারণ কাজের বিনিময়ে অর্থের লোভ দেখান তাদের থেকে দূরে থাকুন
৪. অপরিচিত ব্যক্তি এবং গোষ্ঠী থেকে আসা বার্তা থেকে সতর্ক থাকুন।
৫. যদি আপনার কোনও অফার সম্পর্কে সন্দেহ থাকে সেক্ষেত্রে অন্যদের পরামর্শ নিন। আপনি আপনার বন্ধু, পরিবারের সদস্য বা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য পেতে পারেন।
৬. আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্কের বিবরণ, পাসওয়ার্ড বা OTP অনলাইনে কারোর সাথে শেয়ার করবেন না।
৭. এছাড়াও Digital Arrest Scam-ও (Cyber Crime) এড়িয়ে চলুন।