পহেলগাঁওয়ের আতঙ্কের মাঝেই এবার বাড়িতে ঢুকে গুলি জঙ্গিদের! ফের গেল প্রাণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও নতুন করে উত্তপ্ত করে তোলার চেষ্টা হচ্ছে কাশ্মীরকে (Kashmir Attack)। পহেলগাঁও এর ঘটনার কিছুদিন পরেই ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল উপত্যকায়। উত্তর কাশ্মীরের কুপওয়াড়ায় বাড়িতে ঢুকে গুলি করা হয় এক ব্যক্তিকে। জানা গিয়েছে, তাঁর নাম ছিল রসুল মাগরে। গুরুতর জখম অবস্থায় পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।

কাশ্মীরে (Kashmir Attack) বাড়িতে ঢুকে ব্যক্তিকে গুলি করে খুন জঙ্গিদের

জানা গিয়েছে, মৃত ব্যক্তি উত্তর কাশ্মীর (Kashmir Attack) কুপওয়াড়ার কান্দি খাস এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার আচমকাই তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। ব্যক্তির বাম হাত এবং তলপেটে গুলি লাগে বলে খবর। দ্রুত জিএমসিতে নিয়ে যাওয়া হোক তাঁকে। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। কিন্তু সেদিন রাতেই মৃত্যু হয় ব্যক্তির।

Person shot dead entering his house in kashmir attack

তদন্ত শুরু করেছে পুলিশ: ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে হামলা হয় তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। বাড়িতে ঢুকে গুলি চালানোর কারণ নিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পহেলগাঁওতে জঙ্গি হামলার (Kashmir Attack) পর থেকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাও ঘটনাস্থলে পৌঁছায় এদিন।

আরো পড়ুন : ডেডলাইন শেষ, ঘোরালো হচ্ছে ভারত-পাক পরিস্থিতি, আদনান সামিও এবার ছাড়বেন দেশ?

কিছুদিন আগেই হামলা হয় পহেলগাঁওতে: প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগাঁও এর বৈসরণ ভ্যালিতে জঙ্গিদের হামলায় পর্যটকরা প্রাণ হারানোর ঘটনায় এখনো পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে কাশ্মীরে। পহেলগাঁওতে হামলার (Kashmir Attack) ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। পর্যটকদের নাম জিজ্ঞাসা করে হিন্দুদের বেছে বেছে গুলি করার অভিযোগ উঠেছে। যারা জীবিত ফিরতে পেরেছেন তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন, কলমা পড়তে বলা হয়েছিল।

আরও পড়ুন : ‘কাশ্মীর আমাদের ছিল আর…’, পহেলগাঁও হামলা নিয়ে কড়া জবাব সুনীল শেট্টির

ওই ঘটনার পরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীরকে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার হয়। তার আগে বৃহস্পতিবার বান্দিপোরার চেকপোস্ট থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে লস্করের যোগ পাওয়া গিয়েছে বলে খবর। দুটি পিস্তল, হ্যান্ড গ্রেনেড, প্রচুর গুলি তাদের থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X