বাংলাহান্ট ডেস্ক : আমরা যখন কোথাও বসি তখন আমাদের বসার ধরন অনেক রকম হয়ে থাকে। এক একজন এক একরকম ভাবে বসেন। কেউ পায়ের উপর পা তুলে বসেন, আবার কেউ বসার সময় সামনের দিকে ছড়িয়ে রাখেন পা। এই বসার ভঙ্গি দেখে একজন মানুষ সম্পর্কে অনেককিছু আপনি জানতে পারবেন।
এই বসার ধরন দেখে আন্দাজ করা যায় সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে। এছাড়াও তার দোষ-গুণ সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়। চলুন বসার ধরন অনুযায়ী এক ব্যক্তির সম্পর্কে কী কী আপনারা জানতে পারবেন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। পাশাপাশি, আপনার ব্যক্তিত্ব কতখানি মিলছে সেটাও কিন্তু দেখে নিতে ভুলবেন না।
আরোও পড়ুন : ট্রেন টানত ঘোড়া, যাতায়াত করতেন বহুজনেই! অবাক লাগছে? এই দেশেই চলত এমন বিশেষ ‘যান’
• গোড়ালি ক্রস করে বসা: চেয়ারে বসার সময় অনেকে ক্রস কর রাখেন তাদের গোড়ালি। এই ধরনের মানুষেরা খুবই সহজ সরল মনের হয়ে থাকেন। আভিজাত্যের প্রতিফলন থাকে এদের ব্যক্তিত্বে। এই ধরনের মানুষেরা খুব সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে। এমনকি লক্ষ্য পূরণ করার জন্য এরা কঠোর পরিশ্রম করতেও পিছ পা হন না। যেকোনো কঠিন পরিস্থিতিতে এই ধরনের মানুষেরা খুব ঠান্ডা মাথায় কাজ করেন।
আরোও পড়ুন : প্রয়োজন নেই অভিজ্ঞতার, এবার মাধ্যমিক পাশেই মিলবে রেলে চাকরির সুযোগ! দেখুন, বিস্তারিত
• পায়ের উপর পা তুলে বসা: এই ধরনের মানুষেরা খুব পটু হন আলাপচারিতায়। তবে এরা অন্যকে রায় দান করতে পছন্দ করেন না একেবারেই। অত্যন্ত শিল্পীমনস্ক এবং সৃজনশীল হন এই ধরনের মানুষেরা। তবে অন্যকে সহজে বিশ্বাস করা এদের ধাঁতে নেই। এই ধরনের মানুষেরা জীবনকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। এদের খুব তীক্ষ্ণ নজর থাকে সঙ্গীর উপর।
• হাঁটুর উপর পা রেখে বসা: এই ধরনের মানুষদের আত্মবিশ্বাস থাকে চরমে। এরা অন্যদের উপর নিজের আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন। প্রাণবন্ত, স্বয়ংসম্পূর্ণ এবং স্বচ্ছন্দ প্রকৃতির হন এই ধরনের মানুষেরা। তবে এদের জীবনে অত্যন্ত দরকার হয় ব্যক্তিগত সময়ের।