তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে NEET ও JEE-এর ইস্যুতে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, তুললেন পরীক্ষা পেছানোর দাবি

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে সংবাদের শিরোনামে রয়েছে NEET এবং JEE পরীক্ষা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) এবার এই পরীক্ষা পেছানোর দাবিতে মুখ খুললেন। কেন্দ্র সরকারের তরফ থেকে NEET এবং JEE (Main) পরীক্ষার সময়সূচী এমনকি অ্যাডমিটও প্রকাশিত করা হয়ে গেছে। কিন্তু এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে এই পরীক্ষা স্থগিতের দাবিতে সরব হয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বই।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস
২৮ শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। করোনার সংকটের মধ্যে এবারের এই সমাবেশেও ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের ছাত্র পরিষদকে উজ্জীবিত করার পাশাপাশি NEET এবং JEE পরীক্ষার বিষয়েও নিজের অভিমত ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

parrtha

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি NEET এবং JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বললেন, বাংলা থেকে এবারের নিট পরীক্ষা দিচ্ছেন প্রায় ৭৭ হাজার ছাত্রছাত্রী এবং জয়েন্ট দিচ্ছেন প্রায় ২৭ হাজার ছাত্রছাত্রী। এই মহামারির মধ্যে পরীক্ষা হলে, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে। সেইসঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পরীক্ষা পেছানোর দাবি জানাতে অনুরোধ করেছেন।

পরীক্ষা পেছনোর দাবিতে সরব রাজনৈতিক নেতৃত্বরা
প্রসঙ্গত, NEET এবং JEE পরীক্ষা স্থগিতের দাবিতে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্প্রতি এক বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার একেবারে বিপক্ষে রয়েছেন তারা। পাশাপাশি পরীক্ষা পেছানোর আবেদন নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন মারফত অনুররোধ করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর