এবার পোষ্যদের জন্য অ্যাপ ক্যাব পরিষেবা!আনছে পাঁচটি সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: শহরের বুকে এখন ক্যাব পরিষেবা প্রশংসার দাবি রাখে।সঠিক সময়ে অফিস,কলেজ ও অনান্য গন্তব্যস্থলে পৌঁছানোয় জুড়ি মেলা ভার। কিন্তু বাড়ির পোষ্য কুকুর বিড়াল অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যেতে এক বিরল ব্যবস্থার দ্রুত প্রয়োজন হয়ে পড়েছে। কারণ বাস, ট্রেনে কুকুর বিড়াল তুললে আপত্তি জানান অনেক মানুষই। আবার অনেকে ক্ষেত্রে ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের চালক গাড়ি নোংরা হওয়ার ভয়ে পোষ্য নিয়ে উঠতে দেন না। পশুদের জন্য যেমন আলাদা চিকিৎসা কেন্দ্র আছে, তেমন পশুদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা হলে নিশ্চয়ই উপকৃত হতেন পশুপ্রেমীরা।

তবে কলকাতা শহরেই বর্তমানে পাঁচ পাঁচটি অ্যাপ ক্যাব পরিষেবা আছে  আছে যা বিশেষভাবে পশুদের জন্যই তৈরি।এই পাঁচটি অ্যাপ ক্যাব পরিষেবার চারটিই মহিলাদের দ্বারা পরিচালিত। বাতানুকূল হওয়া ছাড়াও এই গাড়িগুলিতে পোষ্যদের জন্য রয়েছে স্ন্যাক্স, জল, ফার্স্ট এইড বক্স এবং পরিষ্কার চাদর। পোষ্য সামলানোর জন্য থাকবেন একজন করে অভিজ্ঞ ব্যক্তি। চিকিৎসার মতো জরুরি পরিষেবা ছাড়াও, গ্রুমিং সালোঁ, কেনেল এবং রেলস্টেশন বা বিমান বন্দরে নিয়ে যাবে এই অ্যাপ নিয়ন্ত্রিত গাড়িগুলি। খরচ পড়তে পারে ১২ টাকা প্রতি কিমি থেকে ৩০ টাকা প্রতি কিমি পর্যন্ত। এবার থেকে আপনিও আপনার পোষ্যর জন্য এমন সুবিধা কাজে লাগাতে পারেন।

সম্পর্কিত খবর