পোষ্যর সঙ্গে রাস্তায় হাঁটতে বেরিয়ে হঠাৎই অজ্ঞান বৃদ্ধা, ২ দিন ধরে তাঁকে আগলে রাখলো সেই কুকুর

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে কুকুর মানুষের সব থেকে বড় বন্ধু। মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেও কুকুর কখনো তার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করে না। সম্প্রতি এমনই একটি দৃশ্য দেখা গেল আমেরিকায়। ৮০ বছরের বৃদ্ধা পার্ল রডক্লিফ আমেরিকার টেক্সাস এর বাসিন্দা। তিনি তার পোষা কুকুরের সাথে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎই সেই বৃদ্ধা নিরুদ্দেশ হয়ে যান।

জানা গিয়েছে, সেই বৃদ্ধার যাবতীয় দেখাশোনার দায়িত্ব ছিল তাঁর ভাইপো ডয়েন গ্রিফিতের উপর। টানা দুইদিন পিসির কোনো খোঁজ না পেয়ে ডয়েন পুলিশের দ্বারস্থ হন। এরপর তৎপরতার সাথে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে খোঁজ শুরু হয় পার্ল রডক্লিফের। ঘটনা প্রায় ৪৮ ঘন্টা পর ডয়েন গ্রিফিতের সাথে ফোনে যোগাযোগ করে হিউস্টনের একটি হাসপাতাল।

   

তারা জানায় খোঁজ পাওয়া গেছে পার্ল রডক্লিফের। একটি রাস্তার ফুটপাত থেকে বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। সেই বৃদ্ধার পাশে উদ্ধার করা হয় তার কুকুর ম্যাক্সিমাসকেও। জানা যায় কুকুরটি প্রায় দুই দিন ধরে তার বৃদ্ধা প্রভুকে পাহারা দিচ্ছিল। অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে টানা দুই দিন সেই বৃদ্ধাকে সে আগলে রেখেছিল।

jpg 20220916 135720 0000 1

সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে বৃদ্ধার অবস্থা স্থিতিশীল। তবে তিনি নিখোঁজ হওয়ার দিনের কোন ঘটনা স্মরণ করতে পারছেন না। কি কারনে হঠাৎ সেইদিন রাস্তার মধ্যে জ্ঞান হারালেন সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বৃদ্ধা। দীর্ঘ সময়ের পর বৃদ্ধার খোঁজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবারের সদস্যরা। বৃদ্ধার পোষা কুকুর ম্যাক্সিমাসকেও বাহবা দিতে ছাড়েননি কেউ। প্রভুর প্রতি কুকুরের এই চূড়ান্ত ভালবাসা জন্ম দিয়েছে এক নতুন নিদর্শনের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর