খুলতে না খুলতেই বাণিজ্য বন্ধ পেট্রাপোল-বেনাপোল সীমান্তে; শুরু তৃণমূল-বিজেপি রাজনৈতিক তর্জা

বাংলাহান্ট ডেস্কঃ করোনার  কারনে একটানা ৩৭ দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত (Petrapole- Benapole Border)   । উত্তর ২৪ পরগনার বনগাঁ এর পেট্রাপোল সীমান্ত খুলে দেবার সিদ্ধান্ত নিয়ে নাখুশ ছিলেন মুখ্যমন্ত্রী। এবার গ্রামবাসীর বিক্ষোভে বন্ধ করতে হল বাণিজ্য। যা নিয়ে ইতিমধ্যে চালু হয়েছে রাজনৈতিক চাপান উতর।

images 2020 05 05T152751.168

জানা যাচ্ছে, দুই দেশের ট্রাক সীমান্ত পারাপার করলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে – তাই বাণিজ্য বন্ধ রাখার দাবিতে রবিবার থেকে পথ অবরোধ শুরু করেন ভারতের দিকে সীমান্ত লাগোয়া জয়ন্তীপুর গ্রামের বাসিন্দারা। দশটি গ্রামের বাসিন্দারা সমবেত ভাবে যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করে।যার জেরে খোলার তিনদিন পরেই বন্ধ করে দিতে হল আন্তর্জাতিক স্থল বাণিজ্য বন্দরটি।

এই ব্যাপারে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল প্রভাবিত ইউনিয়নের তরফ থেকে এই ঝামেলা সৃষ্টি করা হয়েছে। এলাকার সাধারন মানুষ এই বাণিজ্যের বিপক্ষে নয়। তাদের রুটি রুজিতে টান পড়ছে।

প্রসঙ্গত এই স্থল বন্দর দুই দেশের বহু মানুষের জীবিকা নির্বাহের প্রধান ঠিকানা। করোনার কারনে বন্দর বন্ধ হওয়ায় প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। পাশাপাশি, বাংলাদেশের কৃষির ক্ষতিও হতে চলেছে এই করোনা লকডাউনের জেরে। বাংলা দেশের অন্যতম প্রধান কৃষিজ পণ্য পাট চাষে মারাত্মক প্রভাব পড়তে চলেছে। কারন বাংলাদেশ পাটবীজের ক্ষেত্রে ভারতের ওপর নির্ভর করে। স্থানীয়দের আন্দোলনের জেরেই ভারতের দিকে এখন প্রায় এগারোশো মালবাহী ট্রাক এখন রাস্তায় থমকে দাঁড়িয়ে।

সম্পর্কিত খবর