বাংলাহান্ট ডেস্ক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের (Petrapole) নতুন রূপ দেখলে একেবারে থ হয়ে যাবেন। তারসাথে শুরু করা হল আন্তর্জাতিক মৈত্রী দুয়ার। এই অত্যাধুনিক পেট্রাপোল (Petrapole) বন্দরের মাধ্যমে যাত্রী পারাপার থেকে ব্যবসায়িক আদানপ্রদান, সবই হবে আরো মসৃণ ভাবে।
নয়া রূপ পেট্রাপোল (Petrapole) বন্দরের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং উদ্বোধন করলেন অত্যাধুনিক এই বন্দরের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বনগাঁয় এসেছিলেন এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোল বন্দরের মৈত্রী দুয়ার ও আধুনিক টার্মিনালের দ্বারের উদ্বোধন করতে। পেট্রাপোল সূত্রে খবর, দীর্ঘদিনের দাবি মেনে ৫০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক টার্মিনাল ও মৈত্রী গেট তৈরির জন্য বেশকিছু বছর আগে হয় শিলান্যাস।
মনে করা হচ্ছে, অত্যাধুনিক সীমান্ত বন্দরের উদ্বোধনের ফলে একদিকে যেমন সুবিধা হবে যাত্রীদের, অন্যদিকে ব্যাপক গতি আসবে ব্যবসা বাণিজ্যে। সীমান্ত এলাকার মানুষদের মধ্যে খুশির হাওয়া এই অত্যাধুনিক সীমান্ত বন্দর উদ্বোধনের ফলে।পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, এখনো পর্যন্ত ওপারের আধুনিক পোর্টের সংযোগকারী জায়গাটি সংস্কার করা হয়নি।
আরোও পড়ুন : হাসপাতালে বেআইনিভাবে কাজের বরাত! মামলা হতেই হাইকোর্ট বলল … তুমুল শোরগোল
এই টার্মিনালে থাকতে চলেছে একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। শীতাতাপ নিয়ন্ত্রিত টার্মিনালে যাত্রীরা আরো আরামে অপেক্ষা করতে পারবেন। খোলা আকাশের নিচে রোদ-ঝড়-বৃষ্টিতে অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই নতুন আধুনিক বন্দর ব্যবহার করেই হবে দুই দেশের ৭০% বাণিজ্যিক আদান-প্রদান।
দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর এবং এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক-স্টেশন এই পেট্রোপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট। ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে বাণিজ্য এবং যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেট্রোপোল। আধুনিক পেট্রোপোল (Petrapole) বন্দর আগামী দিনে দু দেশের বাণিজ্যক্ষেত্রে যে ব্যাপক উন্নতি ঘটাবে এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের।