উইকেন্ডে কমল পেট্রোল ডিজেলের দাম, জারি হল নয়া রেট! কততে বিক্রি হচ্ছে কলকাতায়?

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ শেষে কত টাকা লিটারে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল? জ্বালানির (Diesel Fuel) দাম কি উইকেন্ডে কমল কিছুটা? দেশের চার প্রধান মেট্রো শহরে কত টাকা লিটারে বিক্রি হচ্ছে জ্বালানি? দেশের সর্বত্র পেট্রোল-ডিজেলের দাম কিন্তু এক থাকেনা। বেশকিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে জ্বালানির দাম। মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় কর যুক্ত হয় পেট্রোল-ডিজেলের দামের সাথে।

এই ধরনের চার্জ রাজ্য বিশেষে আলাদা হয়। জ্বালানির হার অপরিবর্তনশীল রয়েছে 2022 সাল থেকে। তবে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার ও বেশ কিছু রাজ্য কমিয়েছে জ্বালানি কর। প্রতিদিন সকালে জ্বালানির দাম ঘোষণা করে ওএমসিগুলি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রধান চারটি শহরের পেট্রোল ও ডিজেলের দাম।

আরোও পড়ুন : হেলায় হারিয়েছেন অভাব অনটনকে! মাধ্যমিকে সুন্দরবনের সুমনা যা নম্বর পেয়েছে…তাক লেগে যাবে

নিউ দিল্লিতে আজ পেট্রোল ও ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 94.72 ও 87.62 টাকায়। বাণিজ্য নগরী মুম্বাইতে আজ এক লিটার পেট্রোলের দাম 104.21 টাকা ও এক লিটার ডিজেলের দাম 92.15 টাকা। কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকা ও প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 90.76 টাকায়। 100.75 টাকা ও 92.34 টাকা লিটারে আজ পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে চেন্নাইতে।

Petrol-diesel prices suddenly increased before the election.

পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় সরকার কমানোর পর রাজ্যে জ্বালানির দাম কমে কিছুটা। যদিও বাংলায় পেট্রোল ও ডিজেলের দাম 100 টাকার কাছাকাছি লিটার। এমনিতেই বিগত কয়েক বছরে ব্যাপক মাত্রায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। তাই স্থানীয় কর বা এক্সাইজ ডিউটি কমলেও বিশেষ একটা প্রভাব পড়ছে না মধ্যবিত্তর উপর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর