বাংলাহান্ট ডেস্ক : আজ মাসের পয়লা তারিখ। মাসের প্রথম দিন প্রকাশ করা হল জ্বালানির (Fuel) দাম। আজ অর্থাৎ ১লা জুন জ্বালানির দাম চমকে দিয়েছে অনেককে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোথায় কত টাকা লিটারে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। অন্যদিকে, আজ দেশে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।
এই আবহে তেল সংস্থাগুলি পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম প্রকাশ করেছে। সম্প্রতি দাম কিছুটা হ্রাস পেয়েছে অপরিশোধিত তেলের। গত কয়েক সপ্তাহ ধরে অপরিশোধিত তেল ব্যারল প্রতি বিক্রি হচ্ছিল ৮০-৮৬ ডলারের কাছাকাছি। শনিবার বিশ্বজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ০.০৪ শতাংশ হ্রাস পেয়েছে। আজ মুম্বাইতে এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা এবং ৯২.১৫ টাকা।
আরোও পড়ুন : দুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস! ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায়, চারিদিকে শুধুই রক্ত
প্রতি লিটার পেট্রোল আজ কলকাতায় বিক্রি হচ্ছে ১০৩.৯৪ টাকায়। আজ এক লিটার ডিজেলের দাম কলকাতায় ৯০.৭৬ টাকা। রাজধানী দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৭২ টাকা ও ৮৭.৬২ টাকা। গতকালের তুলনায় চেন্নাইতে আজ বেশ কিছুটা সস্তা হয়েছে ডিজেল।
আজ চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০০.৮৫ টাকা ও ৯২.৩২ টাকায় বিক্রি হচ্ছে। বেঙ্গালুরুতে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৮৪ এবং ৮৫.৯৩ টাকা। পাটনায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫.১৮ টাকা এবং ডিজেলের দাম ৯২.০৪ টাকা।জ্বালানির দাম গত ১৫ই মার্চ কেন্দ্রীয় সরকার বেশ কিছুটা হ্রাস করে।