রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দামে বড়সড় পতন! দেখুন, বাংলায় আজ ডিজেলের মূল্য কত

বাংলাহান্ট ডেস্ক : আজ পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম পশ্চিমবঙ্গের এগারোটা জেলায় অপেক্ষাকৃতভাবে কমেছে। জ্বালানির দাম কমেছে হাওড়া, হুগলি, কলকাতা সহ একাধিক জেলায়। আবার রাজ্যের দশটি জেলায় বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ সর্বোচ্চ ৭৩ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এই দাম বৃদ্ধি হয়েছে পূর্ব মেদিনীপুরে।

পেট্রোল ও ডিজেলের দাম আজ বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরে। তবে জ্বালানির দাম অপেক্ষাকৃতভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কালিম্পং, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

লিটার পিছু ১০৭.০৭ টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে। এখানে প্রতি লিটার ডিজেলের দাম ৯৩.৭৩ টাকা। বাঁকুড়ায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.৬৭ টাকা। ৯৩.৩৭ টাকা লিটারে এখানে বিক্রি হচ্ছে ডিজেল। বীরভূমে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৯৬ টাকা ও ৯৩.৬৩ টাকা। যথাক্রমে ১০৭.৩৯ টাকা ও ৯৪.০৩ টাকা লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে কোচবিহারে।

আরোও পড়ুন : আগে থেকে কিচ্ছু না জানিয়েই বড়সড় সিদ্ধান্ত Jio’র! এবার বিপাকে পড়বেন গ্রাহকরা

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩০ এবং ১০৬.৬৩ টাকা লিটারে। এই দুই জেলায় ডিজেল পাওয়া যাচ্ছে যথাক্রমে ৯৩.০১ এবং ৯৩.৩৩ টাকা লিটারে। দার্জিলিং-এ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৭৩ টাকা ও ৯২.৪৮ টাকা। হুগলিতে পেট্রোল ও ডিজেল যথাক্রমে প্রতি লিটারে ১০৬.০৩ টাকা ও ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে।

আরোও পড়ুন : খেল দেখাবে চিত্তরঞ্জন! তৈরী হবে আরোও সুরক্ষিত বন্দে ভারত, থাকবে নতুন ইঞ্জিনও

জলপাইগুড়িতে পেট্রোল ১০৫.৮৭ টাকা ও ডিজেল ৯২.৬১ টাকা। পেট্রোল ১০৫.৮৭ টাকা ও ডিজেল ৯২.৫৬ টাকা লিটারে বিক্রি হচ্ছে মালদা জেলাতে। ঝাড়গ্রামে এক লিটার পেট্রোল ১০৬.৯২ টাকা ও এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৬২ টাকায়। কলকাতায় ১০৬.০৩ টাকা লিটারে বিক্রি হচ্ছে পেট্রোল। কলকাতায় ডিজেল প্রতি লিটারে ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে।

 

কালিম্পং এ পেট্রোলের দাম ১০৫.৯৮ টাকা ও ডিজেলের দাম ৯২.৭১ টাকা প্রতি লিটার। হাওড়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকায়। ১০৭.০৭ টাকায় পেট্রোল ও ডিজেল ৯৩.৫০ টাকায় বিক্রি হচ্ছে মুর্শিদাবাদে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৫৯ এবং ১০৬.৪১ টাকা। এই দুই জেলায় ডিজেলের দাম যথাক্রমে ৯৩.২৯ এবং ৯৩.১২ টাকা।

petroldiesel1686464040033

 

নদীয়া জেলায় পেট্রোলের দাম ১০৭.২৫ টাকা, ডিজলের দাম ৯৩.৯০ টকা। ১০৬.১৭ ও ১০৬.৭৯ টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে যথাক্রমে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দুই জেলায় ডিজেলের দাম যথাক্রমে ৯২.৮৬ এবং ৯৩.৪৪ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৭৫ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.৪৪ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রোলের লিটার ১০৬.৬২ টাকা ও ডিজেলের লিটার ৯৩.৩২ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর