বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৮৩ দিন পর ভারতে (India) বাড়ল তেলের দাম (Oil Price)। পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) ৬০ পয়সা প্রতি লিটার হিসেবে বৃদ্ধি পেলো। দেশের রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ৭১ টাকা ৬৮ পয়সা। ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৬৯ টাকা ৯৯ পয়সা।
এক আধিকারিক জানান, এবার থেকে পেট্রোল ডিজেলের দাম দৈনিক বদলের প্রক্রিয়া আবারও শুরু হবে। সার্বজনীন ক্ষেত্রের তেল কোম্পানি গুলি নিয়মিত অন্তরালে বিমানের জ্বালানি আর ঘরোয়া রান্নাস গ্যাসের দামে বদল আনছে। কিন্তু গত ১৬ই মার থেকে পেট্রোল আর ডিজেলের দামে কোন পরিবর্তন হয়নি।
সরকার পেট্রোল আর ডিজেলের উপর উৎপাদ শুল্ক তিন টাকা প্রতি লিটার বাড়ানোর পর তেলের দাম স্থির হয়ে যায়। এর পরে মে মাসে সরকার পেট্রোলে ১০ আর ডিজেলে ১৩ টাকা প্রতি লিটার উৎপাদ শুল্ক বাড়ানোর পরেও তেলের দাম অপরিবর্তিত থাকে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম রেকর্ড স্তরে কমে গেছে। আর এর কারণে তেলের কোম্পানি গুলো লাভের মুখ দেখছে। আর সেই কারণে সরকারের তেলের উৎপাদ শুল্ক বাড়ানোর পরেও তেলের দাম বাড়ানো হয় নি।
এর সাথে সাথে মুম্বাই আর কলকাতায় পেট্রোলের দাম ৫৯ পয়সা প্রতি লিটার বেড়ে ৭৮.৯১ টাকা আর ৭৩.৮৯ টাকা প্রতি লিটার হয়েছে। চেন্নাইতে ৫৩ পয়সা দাম বৃদ্ধি পেয়ে পেট্রোলের দাম ৭৬.০৭ টাকা দাঁড়িয়েছে। ডিজেলের দাম মুম্বাইতে ৫৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৬৮.৭৯ টাকায় দাঁড়িয়েছে। আর কলকাতায় ৫৫ পয়সা বৃদ্ধি পেয়ে ৬৬.১৭ টাকা প্রতি লিটার দাঁড়িয়েছে। আরেকদিকে চেন্নাইতে ডিজেলের দাম ৫২ পয়সা প্রতি লিটার বৃদ্ধি পেয়ে ৬৮.৪৭ টাকা দাঁড়িয়েছে।