নির্বাচন শেষ হতে না হতেই বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম! এখনই জানুন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে বদলে গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম। সরকারি তেল সংস্থাগুলি ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। এদিকে, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে ভারতেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির একটা আবহ তৈরি হয়েছে।

পাশাপাশি নির্বাচন হতে না হতেই দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দামে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে গত ৩ মাস ধরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তেলের দাম স্থিতিশীল অবস্থায় ছিল। পাশাপাশি, দিল্লি সহ দেশের চারটি মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। আসুন জেনে নিই দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য:

   

আজ প্রকাশিত দামের নতুন তালিকা অনুসারে জানা গিয়েছে যে, দেশের সবচেয়ে সস্তা পেট্রোল পোর্ট ব্লেয়ারে বিক্রি হচ্ছে ৮২.৯৬ টাকা প্রতি লিটারে। পাশাপাশি, সেখানে ডিজেলের দাম হল ৭৭.১৩ টাকা প্রতি লিটার। এছাড়াও, মুম্বাইতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি এবং দিল্লিতে তুলনামূলক ভাবে তা অনেকটাই সস্তা। যদিও, ভোপাল, জয়পুর, পাটনা, কলকাতা, চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।

একনজরে দেখে নিন ভারতের চারটি মেট্রোপলিটন শহরে আজকে পেট্রাল এবং ডিজেলের মূল্য:

দিল্লিতে আজ পেট্রোলের মূল্য ৯৫.৪১ টাকা প্রতি লিটার। পাশাপাশি সেখানে ডিজেলের দাম হল ৮৬.৬৭ টাকা প্রতি লিটার।

মুম্বাইতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা। অপরদিকে, প্রতি লিটারে ডিজেলের দাম ৯৪.১৪ টাকা।

চেন্নাইতেও সেঞ্চুরি ছাড়িয়েছে পেট্রোলের মূল্য। ১ লিটার পেট্রোলের দাম এখানে ১০১.৪০ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।

এছাড়া, কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা প্রতি লিটার। অপরদিকে, ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।

তবে, দেশের মেট্রো সিটিগুলিতে জ্বালানির দামে তেমন হেরফের না ঘটলেও দেশের এই শহরগুলিতে পরিবর্তিত হয়েছে জ্বালানির দাম। একনজরে দেখে নিন সেই তালিকা।

গুরুগ্রামে পেট্রোলের নতুন মূল্য হল ৯৫.৬৮ টাকা প্রতি লিটার। অপরদিকে, সেখানে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৯০ টাকা।

নয়ডায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৫.৬৪ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.১৪ টাকা।

লখনউতে ১ লিটার পেট্রোলের দাম ৯৫.২৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৮১ টাকা।

এদিকে, জয়পুরে ১০০-র গন্ডী পেরিয়ে গিয়েছে পেট্রোলের মূল্য। সেখানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ১০৭.০৬ টাকা। অপরদিকে, প্রতি লিটার ডিজেলের মূল্য ৯০.৭০ টাকা।

এছাড়া, পাটনাতেও লিটার প্রতি পেট্রোলের মূল্য হল ১০৬.২৬ টাকা এবং ডিজেলের মূল্য ৯১.৪৩ টাকা।

1626839139 petrol image 3

প্রসঙ্গত উল্লেখ্য, এখন খুব সহজেই SMS-এর মাধ্যমে বিভিন্ন শহরের পেট্রোল-ডিজেলের মূল্য চেক করতে পারেন আপনিও। ইন্ডিয়ান অয়েল IOC আপনাকে এই সুবিধা প্রদান করে। এর জন্য আপনার মোবাইল থেকে RSP এবং শহরের কোড লিখে 9224992249-এই নম্বরে পাঠিয়ে দিলেই দ্রুত আপনার শহরের পেট্রোল এবং ডিজেলের রেট মোবাইলে চলে আসবে। তবে, প্রতিটি শহরের একটি আলাদা কোড রয়েছে, যা IOC-র ওয়েবসাইটে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে।

এছাড়াও, প্রতিদিন সকাল ৬ টা থেকে পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর হয়। সাধারণত পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন এবং আরও অনেক কিছু যোগ করার পরে, এর দাম আসল দামের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর