বাড়ার বদলে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম! নির্বাচন শেষে স্বস্তি জনতার! রইল আজকের রেট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যের নির্বাচনী ফল প্রকাশের পর পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি, উল্টে তা আরও সস্তা হয়েছে। এই খবর অবাক করে দেওয়া হলেও এটিই বাস্তব। বেশ কয়েকটি শহরে পেট্রোলের দাম লিটার পিছু এক টাকা করে কমেছে। প্রকৃতপক্ষে, রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছিল।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে বিশেষজ্ঞরা নির্বাচনের পরে প্রতি লিটারে ১২ থেকে ১৬ টাকা পর্যন্ত পেট্রোলের দাম বৃদ্ধি পাবে আশা করেছিলেন। তবে এখন দাম কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আগামী দিনে দাম আরও একটু কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই দিনে, অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১৩৯ ডলার থেকে ১০৯.৭ ডলারে নেমে এসেছে।

   

শুক্রবার, ভুবনেশ্বরে পেট্রোলের হার লিটার প্রতি ১০২.২৭ টাকা থেকে নেমে ১০১.৮১ টাকায় এসে ঠেকেছে। জয়পুরে, এই রেট প্রতি লিটার ১০৮.০৭ টাকা থেকে নেমে ১০৭.০৬ টাকায় এসেছে। একই সঙ্গে ডিজেলের দাম ৯১ পয়সা কমে ৯০.৭০ টাকায় দাড়িয়েছে। তবে, গুরগাঁওয়ে পেট্রোলের দাম সামান্য বৃদ্ধি পেয়ে লিটার প্রতি ৯৫.৫৯ টাকায ছুঁয়েছে। যেখানে নয়ডায় সেও হার বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫.৭৩ টাকা হয়েছে। যদিও মেট্রো শহরগুলিতে তেলের দামে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং ব্যাঙ্গালোরে লিটার প্রতি তেলের দাম যথাক্রমে ৯৫.৪২, ১০৪.৬৭, ১০৯.৯৮, ৯১.৪৩ ও ১০১.৪০ টাকা রয়েছে।

1626839139 petrol image 3

সবচেয়ে বড় শোধনাগার পরিচালনাকারী বিপিসিএল-এর চেয়ারম্যান এবং এমডি অরুণ কুমার সিং একটি সাক্ষাৎকরে বলেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের থেকেও বেশি নেমে আসতে পারে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমনটা হলে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ থেকে ৩ টাকা কমতে পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর