এক লাফে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কত সস্তা হল বাণিজ্যিক গ্যাস?

বাংলা হান্ট ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতি নিয়ত দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। আর ২০২৪ এর লোকসভা ভোট মিটতে না মিটতেই মাসের শুরুতেই হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে পয়লা জুলাই থেকেই গ্রাহকদের বর্ধিত দামে কিনতে হবে জ্বালানি তেল (Fuel Price Hike)।

ইতিমধ্যেই বেড়েছে আমজনতার মোবাইলের খরচ। তারপরেই এবার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। এতদিন লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৩ টাকা ৯৪ পয়সা। কিন্তু সোমবার পয়লা জুলাই সকাল ছ’টা থেকেই ধার্য করা হয়েছে নতুন দাম। নতুন বর্ধিত দাম অনুযায়ী এক লিটার পেট্রোল কিনতে গেলে খরচ করতে হবে মোট ১০৪ টাকা ৯৫ পয়সা।

এতদিন বাংলায় ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৯০ টাকা ৭৬ পয়সা। কিন্তু মাসের শুরুতেই প্রতি লিটারে ১ টাকা দাম বেড়েছে ডিজেলের। যার ফলে লিটার পিছু ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকার ৭৬ পয়সা। লোকসভা নির্বাচনের আগেই মার্চের মাঝামাঝি সময়ে এক ধাক্কায় দু টাকা দাম কমানো হয়েছিল পেট্রোল-ডিজেলের কিন্তু ভোট মিটতেই  আবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের।

এতদিন বাংলায় ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা। ১ জুলাই থেকে প্রতি লিটারে ১ টাকা দাম বেড়েছে ডিজেলের। লিটার পিছু ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। আর ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম।

আরও পড়ুন: নিট ইউজির বাড়তি নম্বর পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর রি-টেস্টের ফল প্রকাশ করল এনটিএ

রাজ্যের করের কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন।অন্যদিকে, দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ১৯ কেজির রান্নার গ্যাসের দাম ছিল ১৭৮৭ টাকা। যা এবার কমে হয়েছে ১৭৫৬ টাকা। জানা যাচ্ছে, সোমবার থেকেই লাগু হচ্ছে নতুন দাম।

65979641c53a0 in mumbai petrol is available for rs 10631 per liter while diesel can be bought for rs 9427 per 054016301 16x9

যদিও ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আসেনি। তাই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই থাকছে।প্রসঙ্গত গত মাসেও ৭২ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেবারও ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই রাখা হয়েছিল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর