কাঁচা তেলের দামে বড়সড় পরিবর্তন! পেট্রোল-ডিজেলের দাম বদলাল আপনার শহরে? রইল আজকের রেট

বাংলাহান্ট ডেস্ক : অপরিশোধিত তেলের (Crude oil) দাম আবার বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই সেই দাম আবার 80 ডলারের কাছাকাছি পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম 0.76 ডলার বা 0.97 শতাংশ বেড়ে 79.45 ডলার হয়েছে। অন্যদিকে, WTI অপরিশোধিত তেল 0.78 ডলার বা 1.06 শতাংশ থেকে বেড়ে 74.45 ডলার হয়েছে।

উল্লেখ্য, 2023 সালের শুরুতে অপরিশোধিত তেলের দামের পতন হয়েছিল এবং অপরিশোধিত তেলের দাম প্রায় 10 শতাংশ কমে গিয়েছিল। তবে অপরিশোধিত তেলের দামের পতনের প্রভাব ভারতে দেখা যায়নি এবং পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম আগের মতোই রয়েছে।

তেল সংস্থাগুলি শুক্রবারও পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করেছে। এদিন তেলের দামে কোনও পরিবর্তন (Price change) দেখা যায়নি। প্রধান মেট্রো শহরগুলিতে (Metro cities) দাম স্থিতিশীল রয়েছে, তবে পরিবহন এবং অন্যান্য কারণে কিছু শহরে পেট্রোল এবং ডিজেলের দামের পার্থক্য রয়েছে।

আজ দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম:

দিল্লিতে পেট্রোল 96.72 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.62 টাকা

কলকাতায় পেট্রোল 106.03 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.76 টাকা

মুম্বইতে পেট্রোল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা প্রতি লিটার

চেন্নাইতে পেট্রোল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা প্রতি লিটার

নয়ডা, বারাণসী সহ এই শহরগুলিতে আজ পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়েছে:

নয়ডায় পেট্রোল 96.60 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.77 টাকা

বারাণসীতে পেট্রোল 97.49 টাকা এবং ডিজেল 90.67 টাকা প্রতি লিটার

গুরুগ্রামে পেট্রোল 96.97 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.84 টাকা

জয়পুরে পেট্রোল 108.48 টাকা এবং ডিজেল প্রতি লিটার 93.72 টাকা

লখনউতে পেট্রোল 96.42 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.62 টাকা

পাটনায় প্রতি লিটারে পেট্রোল 107.48 টাকা এবং ডিজেল 94.26 টাকা

PETROL

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উঠানামা অব্যহত রয়েছে। প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দামের ওঠানামায়, মারাত্মক প্রভাব পড়ছে জ্বালানির মূল্যের উপরেও। ফলে, সব মিলিয়ে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব যে ভারতীয় বাজারেও পড়তে চলেছে তা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর