প্রতি লিটারে বাড়ল শুল্কের চাপ! ফের দাম বাড়বে পেট্রোল-ডিজেলের? কী জানাল কেন্দ্র?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাস ধরে কিছুতেই যেন চিন্তা পিছু ছাড়ছে না মধ্যবিত্তের। একদিকে যেমন রকেটের গতিতে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, অন্যদিকে রয়েছে শেয়ার বাজারের অবিরাম রক্তক্ষরণ। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় সরকারের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ ভারতের আম জনতার। ফের একবার পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) উপর এক্সাইজ ডিউটি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) দাম বাড়বে কী?

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলে (Petrol-Diesel Price) লিটার পিছু ২ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি পেতে চলেছে। কেন্দ্র জানাচ্ছে, এক্সাইজ ডিউটি (Excise Duty) বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানিগুলিকে এবার থেকে খানিকটা বেশি কর গুণতে হবে।

আরও পড়ুন : ঋষভ পন্থের সঙ্গে ডিনারে TMC নেত্রী শ্রেয়া পাণ্ডে! ছবি শেয়ার করতেই শোরগোল

তবে এক্সাইজ ডিউটি বৃদ্ধির প্রভাব সরাসরি আমজনতার উপর পড়বে না বলেও আশ্বস্ত করেছে সরকার। ২ টাকা করে বৃদ্ধি পেয়ে আগামীকাল থেকে পেট্রোলের এক্সাইজ ডিউটি হতে চলেছে লিটার পিছু ১৩ টাকা। পাশাপাশি ডিজেলের (Diesel) ক্ষেত্রে ১০ টাকা করে প্রযোজ্য হবে এক্সাইজ ডিউটি। কেন্দ্রীয় সরকারের দাবি, এক্সাইজ ডিউটি বৃদ্ধির ফলে খুচরো বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাবে না। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আমজনতার।

আরও পড়ুন : জাতীয় মঞ্চ থেকে ট্রফি ছিনিয়ে এনেছেন বাংলায়, ইন্ডিয়ান আইডল থেকে কত টাকা পেলেন বিজয়ী মানসী?

এক্সাইজ ডিউটি বৃদ্ধির খবর সামনে আসতে স্বাভাবিকভাবেই তৈরি হয় আশঙ্কা। ফের কি একবার দেশের বাজারে বাড়তে চলেছে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে সবার মনে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অনেকটাই কমেছে অপরিশোধিত তেলের দাম। তা সত্ত্বেও কেন ভারতের বাজারে পেট্রোল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

Petrol-Diesel Price Hike in india

তেল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে এক্সাইজ ডিউটি বৃদ্ধি পেলেও পেট্রোল অথবা ডিজেলের দাম বাড়ছে না৷’ ইয়েস সিকিউরিটিজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হর্ষরাজ আগরওয়াল জানান, অপরিশোধিত তেলের দাম পরিবর্তন হওয়ার পর শুল্ক বৃদ্ধি প্রত্যাশিত ছিল। মার্কেটিং মার্জিন অতিক্রম করে গিয়েছে ১০ টাকা/লিটার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X