বাংলাহান্ট ডেস্ক : আজ অর্থাৎ ৫ই অক্টোবর, বেশ কিছু জেলায় পরিবর্তন হয়েছে পেট্রোল-ডিজেলের দামের। রাজ্যের দশটি জেলায় সামান্য হলেও দাম কমেছে জ্বালানির। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে রাজ্যের আটটি জেলায়। পাশাপাশি জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে বাকি জেলাগুলিতে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ রাজ্যের কোথায় কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল।
আজ পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম বৃদ্ধি পেয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায়। অপরদিকে জ্বালানির দামে কিছুটা পতন হয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুলি, হুগলি, দার্জিলিং, বীরভূম এবং বাঁকুড়ায়।
আলিপুরদুয়ারে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৩০ টাকা। এই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৩.৯৪ টাকায়। বৃহস্পতিবার বাঁকুড়ায় এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১০৬.২৮ টাকায়। ডিজেল লিটার পিছু ৯৩.০১ টাকায় বিক্রি হচ্ছে বাঁকুড়ায়। বীরভূমে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৬০ টাকা ও ৯৩.৩০ টাকা।
আরোও পড়ুন : ৫৫০০ শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশেই ক্লার্কশিপের চাকরি! মিলবে ভালো বেতনও
কোচবিহারে যথাক্রমে ১০৭.৩৯ টাকা ও ৯৪.০৩ টাকা প্রতি লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল লিটার পিছু বিক্রি হচ্ছে ১০৬.৮৩ এবং ১০৬.৪৮ টাকায়। এই দুই জেলায় ডিজেল প্রতি লিটার ৯৩.৫০ এবং ৯৩.১৮ টাকা। ১০৫.৭৬ টাকা ও ৯২.৫১ টাকা লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে দার্জিলিংয়ে।
হুগলিতে আজ ১০৬.৩৫ টাকা লিটারে পেট্রোল ও ৯৩.০৬ টাকা লিটারে ডিজেল বিক্রি হচ্ছে। জলপাইগুড়িতে আজ পেট্রোল ১০৬.১৪ টাকা ও ডিজেল ৯২.৮৬ টাকা লিটার। মালদায় আজ পেট্রোল ১০৬.২১ টাকা, ডিজেল ৯২.৯৩ টাকায় বিক্রি হচ্ছে। ঝাড়গ্রামে আজ পেট্রোলের দাম ১০৬.৭৪ টাকা ও ডিজেল ৯৩.৩৯ টাকা লিটার।
আরোও পড়ুন : জোরকদমে চলছে গগনযান অভিযানের প্রস্তুতি, মহাকাশচারীদের ‘ফার্স্ট লুক’ প্রকাশ বায়ুসেনার
পেট্রোল ও ডিজেলের দাম আজ অপরিবর্তিত রয়েছে কলকাতায়। কলকাতায় আজ ১০৬.০৩ টাকা লিটারে পেট্রোল ও ৯২.৭৬ টকা লিটারে ডিজেল বিক্রি হচ্ছে। কালিম্পঙে আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৯৮ টাকা ও ৯২.৭১ টাকা। মুর্শিদাবাদে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০৬.৫৮ টাকা ও ৯৩.২৮ টাকায়।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৪৯ এবং ১০৬.১৮ টাকা। এই দুই জেলায় প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৩.১৯ এবং ৯২.৯১ টাকায়। নদীয়ায় আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৫৯ টাকা ও ৯৩.২৯ টাকা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ১০৫.৮২ ও ১০৬.৭৩ টাকা।
এই দুই জেলায় ডিজেল প্রতি লিটার ৯২.৫৩ এবং ৯৩.৩৮ টাকা। পুরুলিয়ায় আজ পেট্রোল প্রতি লিটার ১০৬.৭৯ টাকা ও ডিজেল ৯৩.৪৭ টাকায় বিক্রি হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম ১০৬.৩৭ এবং ১০৬.৪০ টাকা,এই জেলায় ডিজেল ৯৩.০৮ এবং ৯৩.১১ টাকা লিটার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার