বাংলাহান্ট ডেস্কঃ আনলকডাউনের প্রথম থেকেই প্রতিদিন বাড়ছে পেট্রল ডিজেলের দাম ( petrol diesel price) । অপরদিকে রাজ্য সরকারের চাপে ভাড়া বাড়াতে পারছেন না বাস মালিকেরাও। এই দ্বৈত কারনেই শহর কলকাতা ( Kolkata) থেকে একের পর এক কার্যত উধাও বেসরকারি বাস। বাড়ছে অটো দৌরাত্ম্যও। সব মিলিয়ে আনলকডাউনে যে সব চাকুরিজীবি ও ব্যাবসায়ীদের পথে নামতে হয়েছে তাদের কপালে জুটছে চরম দুর্ভোগ।
ইতিমধ্যেই কলকাতায় পেট্রলের দাম ৮১ টাকা ছাড়িয়েছে। আজ দাম দাঁড়িয়েছে ৮১ টাকা ৪৫ পয়সায়। ডিজেল ৭৪ টাকা ৬৩ পয়সা। রাজধানী দিল্লিতে ডিজেল ও পেট্রলের দামের ফারাক মাত্র ৩৬ পয়সা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু ৭৯.৭৬ টাকা।ডিজেল প্রতি লিটার ৭৯.৪০ টাকা, যা গত দু’বছরে সর্বোচ্চ।
অন্যদিকে বাসভাড়া জটে পথ থেকে ক্রমশ উধাও বেসরকারি বাস। অতিরিক্ত সরকারি বাস চালিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গড়িয়া, রুবি, আলিপুর, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, এসপ্লানেড, উল্টোডাঙা, বেলেঘাটা, করুণাময়ী প্রভৃতি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে কতখানি ভয়াবহ পরিস্থিতি।
বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম তলানিতে ঠেকা পেট্রোলের দামে আগুন ভারতের বাজারে। মাথায় হাত বাস মালিক ও গাড়ি চালকদের। তেলের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদির উদ্দেশ্য করে তিনি বলেন, মধ্যবিত্ত ও দরিদ্রদের দুর্দশা থেকে লাভ করা বন্ধ করুন।
আনলকডাউন এর প্রথম পর্বেই পেট্রল ডিজেল এর দাম বাড়বে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞ মহল। সেই আশঙ্কা সত্যি করে আজ আরো মহার্ঘ হল পেট্রল ডিজেল। দেশের সরকারি তেল বিপণন সংস্থাগুলি (এইচপিসিএল, বিপিসিএল, আইওসি) আবারও পেট্রল-ডিজেলের দাম পর্যালোচনা শুরু করেছে। যে কারণে প্রতিদিন দাম পরিবর্তন হচ্ছে। জানা যাচ্ছে, ৮০ টাকা ছাড়াতে পারে পেট্রল ডিজেল এর দাম।
ইতিমধ্যেই তেলের ওপর অতিরিক্ত অন্তঃশুক্ল বসিয়েছে মোদি সরকার । পেট্রোলে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। যার ফলে বিশ্ব বাজারে তলানিতে ঠেকা তেলের দামের কোনো সুবিধা পাবেন না দেশবাসী।