পাকিস্তানে দাম কমল তেলের, পেট্রোল কমল ১৫ টাকা প্রতি লিটার আর ডিজেল ২৭ টাকা প্রতি লিটার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) এক অবাক করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সরকার পেট্রোলিয়াম উৎপাদের দামে বড় ছাড়ের কথা ঘোষণা করেছে। দেশের জনতাকে স্বস্তি দেওয়া জন্য সেখানকার সরকার দ্বারা পেট্রোলিয়াম উৎপাদের (Petrol Diesel Price)  দাম ১৫ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। নতুন দর ১লা মে থেকে লাগু হয়েছে।

কাঁচা তেলের দাম (crude oil price) বিপুল পরিমাণে কমে যাওয়ার লাভ জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘ডন” এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে পেট্রোলের দাম ১৫ টাকা আর ডিজেলের দাম ২৭ টাকা কমানো হয়েছে।

পাকিস্তান সরকার এখন পেট্রোলের দাম ৮১.৫৮ টাকা প্রতি লিটার দরে বিক্রি করছে। এর সাথে সাথে সরকার পেট্রোলের উপর ৫.৬৮ টাকা ট্যাক্স বাড়িয়েছে। ডিজেলের কথা বললে, সরকার স্পিড ডিজেলের এক্স-ডিপোর দাম ৮০.১০ টাকা প্রতি লিটার ঠিক করেছে।

ডিজেলে ২৭.১৪ টাকা নতুন দর ফিক্স করেছে পাক সরকার। এর সাথে সাথে ট্যাক্সে ৬.৭৯ টাকা বৃদ্ধি করেছে। কেরোসিন এক্স ডিপোর দাম ৪৭.৪৪ টাকা করেছে পাক সরকার। কেরোসিনে ৩০.০১ টাকার দাম কমিয়েছে সরকার। কেরোসিনে মোট ১৪.০৬ টাকার ট্যাক্স বসিয়েছে পাক সরকার।

টেক্সাস ইন্টারমেডিয়েট (WTI) কাঁচা তেল আর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমিয়েছে। WTI এর তেলের দাম ১৯.৫১ ডলার প্রতি ব্যারেল হয়েছে। আর ব্রেন্ট অয়েলের দাম ২৬.৮০ ডলার প্রতি ব্যারেল হয়েছে।

সম্পর্কিত খবর

X